রংপুরে কংগ্রেসের মিছিল, সভা

বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : উধারবন্দ ও রংপুর ব্লক কংগ্রেসের ‘জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান’ অভিযান অনুষ্ঠিত শনিবার। এ উপলক্ষে রংপুর মধুরা পয়েন্টে থেকে এক মিছিল বের হয়। পরে মধুরা মুখের পাশে এক বিবাহ ভবনে আয়োজিত সভায় কংগ্রেস নেতারা বলেন, সংবিধান রক্ষায় দল ঐক্যবদ্ধ আন্দোলনের পথে হাঁটছে। আর এজন্যই দলের সর্বস্তরের নেতা কর্মীদের সংগঠিত করার লক্ষ্যে সারা দেশের সঙ্গে উধারবন্দেও সংবিধান বাঁচাও অভিযানের আয়োজন করা হয়েছে।

অসম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে শিলচর জেলা কংগ্রেস কমিটির সৌজন্যে এবং উধারবন্দ ও রংপুর ব্লক কংগ্রেস কমিটির পরিচালনায় মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। পরে মহাত্মা গান্ধী ও বাবাসাহেব ড৹ ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সকলেই। বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, দুই জেলা সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার ও দেবদীপ দত্ত, সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য,প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান দিব্যজোতি বরুয়া সহ অন্যান্যরা।

রংপুরে কংগ্রেসের মিছিল, সভা

মঞ্চে উপস্থিত ছিলেন উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী, রংপুর ব্লক কংগ্রেস সভাপতি নসরুল হোসেন বড়লস্কর, ইয়ং ব্রিগেডের জেলাসভাপতি কুশল দত্ত, প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নবিনা মজুমদার, দেবাশিস দেব, সেলিম উদ্দিন লস্কর সহ অনেকে।

রংপুরে কংগ্রেসের মিছিল, সভা
রংপুরে কংগ্রেসের মিছিল, সভা

Author

Spread the News