আমুল দুধের দাম কমল

২৫ জানুয়ারি : বাজার চলতি আমুল গোল্ড, আমুল তাজা ও আমুল টি স্পেশাল দুধের দাম কমানো হল। এক লিটারের প্রতি প্যাকেট এক টাকা করে দাম কমল। শুক্রবার গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন-এর (জিসিএমএমএফ) আধিকারিক জয়েন মেহতা দুধের দাম কমানোর বিষয়টি ঘোষণা করেছেন।

এর আগে, ২০২৪ সালের জুন মাসে, আমূল দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বাড়িয়েছিল। আমুল একই ব্যবধানে দুধের দাম বাড়ানোর পর মাদার ডেয়ারিও প্রতি লিটারে ২ টাকা করে দুধের দাম বাড়ানোর ঘোষণা করেছিল।

আমুল দুধের দাম কমল
আমুল দুধের দাম কমল

Author

Spread the News