বোকো হারামের হামলায় ২০ জেলে নিহত
২৪ জানুয়ারি : নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় কমপক্ষে ২০ জেলে নিহত হয়েছেন। শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে জানা যায়, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে বোকো হারামের বিদ্রোহীরা একটি গ্রামে হামলা চালিয়ে ২০ জেলেকে হত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা ও জেলেরা। সিভিলিয়ান জয়েন্ট টাস্কফোর্সের সদস্য মোডু আরি বলেছেন, বিদ্রোহীরা বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে গাদান গারির মৎস্যজীবী সম্প্রদায়ের ওপর হামলা চালায় এবং ওই এলাকায় কর্মরত জেলেদের ওপর গুলিবর্ষণ করে। এতে অন্তত ২০ জেলে নিহত হন।
মুস্তাফা কাকাহাল্লাহ নামের একজন বাসিন্দা বলেছেন, তার শিশু ওই হামলায় নিহত হয়েছে এবং তারা ১৫ জনেরও বেশি লোককে কবর দিয়েছেন। অবশ্য সামরিক বাহিনী ও বোর্নো প্রদেশের কর্মকর্তারা হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।