নেতাজি ও ভাষা সেনানী পরিতোষ পালচৌধুরী স্মরণ শিলচরে

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস ও ভাষা সেনানী পরিতোষ পালচৌধুরীর প্রয়াণবার্ষিকী পালন করল ইউটিডিসি, আকসা ও বরাক নাগরিক সংসদ। বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দুই সাংবাদিককে সংবর্ধনা জানানো হয়।

এ দিন আলোচনার বিষয় ছিল “নেতাজির দৃষ্টিভঙ্গি ও স্বাধীনোত্তর ভারত।” ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথের সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন কবি-সাংবাদিক অতীন দাশ,  ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, অধ্যাপক সুব্রত দেব, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সিটু সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য, প্রেস ক্লাব সহ-সভাপতি রিতেন ভট্টাচার্য, লাইফলাইন ফরএভার ফাউন্ডেশন সভাপতি সৌমিত্র দত্তরায়, কবি-শিক্ষিকা -আইনজীবী কস্তুরী হোমচৌধুরী, ইউটিডিসি সম্পাদক মৃন্ময়কুমার নাথ, কবি-সমাজকর্মী শতদল আচার্য, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, দিলীপকুমার সিং, মনজুর আহমেদ বড়ভূইয়া, সমাজকর্মী পীযূষ দাস প্রমুখ।

নেতাজি ও ভাষা সেনানী পরিতোষ পালচৌধুরী স্মরণ শিলচরে

বক্তারা বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের যে রূপরেখা তৈরি করেছিলেন, তা আজও রূপায়িত হয়নি। কিছু কিছু ক্ষেত্রে দেশ এগিয়ে গেলেও গরিষ্ঠ  সংখ্যক মানুষ সমস্যা সংকটে হাবুডুবু খাচ্ছেন। বঞ্চনা-বৈষম্যের শিকার হচ্ছেন অনেকেই। অবশ্যই নেতাজির আদর্শে সংগ্রামে এর অবসান ঘটাতে হবে।

নেতাজি ও ভাষা সেনানী পরিতোষ পালচৌধুরী স্মরণ শিলচরে

সভায় দাবি উত্থাপিত হয় মণিপুরের মৈরাং-এ আজাদ হিন্দ বাহিনী যেখানে ভারতের পতাকা উত্তোলন করেছিল, সেখানকার জাতীয় স্বীকৃতি দেওয়া এবং জাতীয় উদ্যান তৈরি করা। যাতে তা দেশ-বিদেশে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে।

এ দিনের অনুষ্ঠানে তপোজ্যোতি ভট্টাচার্য এবং নির্মল মালাকারকে প্রদান করা হয় পরিতোষ পালচৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার।

Spread the News
error: Content is protected !!