হাইলাকান্দিতে যুবক খুন, চাঞ্চল্য
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : হাইলাকান্দিতে উদ্ধার হল রক্তাক্ত যুবকের মৃতদেহ। হাইলাকান্দি শহরতলী গাংপার ধুমকুর এলাকায় উদ্ধার হয়েছে মৃতদেহটি।
উদ্ধার হওয়া মৃতদেহটি আলি হেসেন লস্কর নামে এক যুবকের বলে সনাক্ত করা হয়েছে। কোনও দুষ্কৃতী ধারালে অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ। ঘটনার খবর পেয়ে হাইলাকান্দি সদরপুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। সূত্রের খবর ইতিমধ্যে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বিস্তারিত আসছে….
![হাইলাকান্দিতে যুবক খুন, চাঞ্চল্য হাইলাকান্দিতে যুবক খুন, চাঞ্চল্য](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17373182435836978620575156080041-1024x652.jpg)
![হাইলাকান্দিতে যুবক খুন, চাঞ্চল্য হাইলাকান্দিতে যুবক খুন, চাঞ্চল্য](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17216827863792606407753047409488-1024x657.jpg)