ভেটেনারি ডিপার্টমেন্টের প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর দিনেন্দ্র পুরকায়স্থ প্রয়াত
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : চলে গেলেন ভেটেনারি ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর দিনেন্দ্র পুরকায়স্থ। কলকাতায় বড় ছেলের বাড়িতে মঙ্গলবার সন্ধ্যা ৭-৪০ মিনিটের শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর। ছয়মাস ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এরপর বড় ছেলে দেবজ্যোতি পুরকায়স্থের ওখানে চলে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় পরপারে পাড়ি দেন।
প্রয়াত পুরকায়স্থ চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। মণ্ডল কংগ্রেসের সভাপতিরও দায়িত্ব পালন করেন। ধলাই মহাদেবপুরের আদি বাসিন্দা হলেও শিলচর বিবেকানন্দ রোডের পোস্ট অফিস গলিতে বাড়ি করে ছিলেন। তাঁর কর্মজীবন শুরু হয় অবিভক্ত অসমের আইজল থেকে। অবসর নেন এনসি হিল বর্তমান ডিমা হাসাওয়ের বিভাগীয় অতিরিক্ত যুগ্ম সঞ্চালক পদ থেকে ১৯৯৮ সালে। তিনি বেশ কয়েক বছর কচুরদরম পশু হাসপাতালের সার্জন হিসেবে ছিলেন।
তিনি রেখেছেন দুই ছেলে ও এক মেয়ে, নাতিনাতনি সহ আত্মীয়স্বজন ও গুণমুগ্ধদের। প্রয়াতের কনিষ্ঠ ছেলে দেবব্রত পুরকায়স্থ টেট শিক্ষক। মেয়ে মিতালি দাস। বড়ছেলে দেবজ্যোতি কলকাতায় স্টিল অথোরিটিতে কর্মরত। কয়েকবছর আগেই স্ত্রী প্রয়াত হন। আজ, বুধবার কলকাতায় শেষকৃত্য সম্পন্ন হবে। দেবব্রত ইতিমধ্যে কলকাতায় পৌঁছেন।
প্রয়াত দিনেন্দ্র পুরকায়স্থ ধলাইয়ের প্রাক্তন বিধায়ক দ্বিগেন্দ্র পুরকায়স্থের ছোট ভাই তথা সদ্য সমাপ্ত ধলাই বিধানসভা উপনির্বাচন কংগ্রেসের টিকিটের প্রতিদ্বন্দ্বিতা করা ধ্রুবজ্যোতি পুরকায়স্থের কাকা ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ গ্রামের বাড়ি ধলাই মহাদেবপুরে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে।