হাইলাকান্দিতে দিব্যাঙ্গজনদের সহায়ক সামগ্রী বণ্টন

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত এর অনুষ্ঠানে জেলার ১২২৭ জন দিব্যাঙ্গজনদেরকে বিনামূল্যে তাদের সহায়ক সামগ্রী তুলে দেওয়া হয়। শহরের রবীন্দ্রভবনে আয়োজিত এই অনুষ্ঠানে এই সহায়ক সামগ্রী গুলি তুলে দেন জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে।

অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে জেলা আয়ুক্ত হিভারে বলেন,  দিব্যাঙ্গজনদের জীবনচলা সহজ করতে প্রশাসন থেকে এই সহায়ক সামগ্রী বণ্টন করা হচ্ছে। ইন্ডিয়ান রেলওয়ে ফাইনান্স কর্পুরেশনের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে প্রাপ্ত অর্থ দিয়ে এই সহায়ক সামগ্রী বণ্টন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা সমাজ কল্যাণ আধিকারিক কবীন্দ্র কুমার ওয়ারিশা প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন।

হাইলাকান্দিতে দিব্যাঙ্গজনদের সহায়ক সামগ্রী বণ্টন
হাইলাকান্দিতে দিব্যাঙ্গজনদের সহায়ক সামগ্রী বণ্টন
Spread the News
error: Content is protected !!