আজ, সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প

২০ জানুয়ারি : আজ, সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেজে উঠেছে হোয়াইট হাউস চত্বর। আবহাওয়ার কথা মাথায় রেখে এবার শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে ইন্ডোরে।

আমেরিকার স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাধারণ মানুষের জন্য ন্যাশনাল মলের গেট খুলে দেওয়া হবে। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথের আগে থাকছে সঙ্গীতানুষ্ঠান। স্থানীয় সময় দুপুর ১২টা এবং ভারতীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ শপথ নেবেন ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এরপর দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণ দেবেন ট্রাম্প। তারপরও রয়েছে একাধিক কর্মসূচি।

এদিন শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের প্রতিনিধিরা। থাকছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে খবর। ভারতের প্রতিনিধি হিসেবে শপথ অনুষ্ঠানে থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। জানা গিয়েছে, এলন মাস্ক, মার্ক জুকারবার্গ থাকছেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে। ভারত থেকে মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানির উপস্থিত থাকার কথা রয়েছে।

আজ, সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প
আজ, সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প

Author

Spread the News