রাস্তায় পড়ে থাকা সদ্যজাত শিশু ও মাকে হাসপাতালে ভর্তি বিএসএফ জওয়ানদের
বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : রাস্তার পাশে এক মহিলা ও তার সদ্যোজাত শিশু পড়ে রয়েছে। কিছু পথচারী কোন ব্যবস্থা না নিয়ে ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত। এমতাবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ থেকে অ্যাম্বুলেন্সে করে ফেরার পথে ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের সিটি/এনএ সাদ্দাম হোসেন এবং সিটি/ড্রাইভার রাজেশ কুমারের নজরে পড়ে। তাঁরা অ্যাম্বুলেন্স থেকে নেমে সঙ্গে সঙ্গে মহিলা ও তার সদ্যোজাত শিশুকে অ্যাম্বুলেন্সে করে পাশে থাকা জীবনজ্যোতি ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ নিয়ে যান। এবং সেখানে তাদের ভর্তি করান। ঘটনাটি শনিবার দুপুরের।
বিএসএফ জওয়ানদের উপস্থিতি এবং সঠিক পদক্ষেপে চিকিৎসা সেবা প্রদান করাতে মা ও শিশুর জীবন রক্ষা হয়। এমন কাজে তাঁরা মানবতার নিদর্শন তুলে ধরলেন। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ ও নিরাপদ।
![রাস্তায় পড়ে থাকা সদ্যজাত শিশু ও মাকে হাসপাতালে ভর্তি বিএসএফ জওয়ানদের রাস্তায় পড়ে থাকা সদ্যজাত শিশু ও মাকে হাসপাতালে ভর্তি বিএসএফ জওয়ানদের](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/img_20250119_0159217721721155792850030-1024x600.jpg)
![রাস্তায় পড়ে থাকা সদ্যজাত শিশু ও মাকে হাসপাতালে ভর্তি বিএসএফ জওয়ানদের রাস্তায় পড়ে থাকা সদ্যজাত শিশু ও মাকে হাসপাতালে ভর্তি বিএসএফ জওয়ানদের](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17287589168706729989384160423876-1024x364.jpg)