মহাকুম্ভ মেলায় আগুন, পুড়ল ২৬০টি তাবু
১৯ জানুয়ারি : প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় আগুন। ভয়াবহ আগুনের গ্রাসে পুড়তে শুরু করেছে একাধিক তাঁবু। পৌছে গিয়েছে একের পর এক দমকলের ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ।
শাস্ত্রী সেতুর পিছনে একটি তাঁবুতে আগুন লেগেছে। তাঁবুর এই আগুন ক্রমাগত ছড়িয়ে পড়ছে। অগ্নিকাণ্ডের কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আগুন লাগার পরপরই খবর দেওয়া হয় দমকলে। বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। দমকলকর্মীরা কাজ শুরু করেছেন। আগুন নেভানোর চেষ্টা চলছে। এখনও কোনও হতাহতের খবর সামনে আসেনি।
শেষ খবরে জানা যায় ২৬০টি তাবু পুড়েছে। জানা গিয়েছে, ধর্মসংঘ ও গীতা প্রেসের তাঁবুও আগুনে একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। পূণ্যার্থীদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে।
![মহাকুম্ভ মেলায় আগুন, পুড়ল ২৬০টি তাবু মহাকুম্ভ মেলায় আগুন, পুড়ল ২৬০টি তাবু](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/img_20250119_0159215153622943764003520-1024x600.jpg)
![মহাকুম্ভ মেলায় আগুন, পুড়ল ২৬০টি তাবু মহাকুম্ভ মেলায় আগুন, পুড়ল ২৬০টি তাবু](https://baraktaranga.com/wp-content/uploads/2025/01/photogrid_17216827863793493514129239609179-1024x657.jpg)