দেড়শো মহিলার হাতে কম্বল তুলে দিল হেল্প ফর ইউ
বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : অসহায় দেড়শো মহিলার মধ্যে কম্বল বিতরণ করল সোনাবাড়িঘাটের অগ্রণী সংস্থা হেল্প ফর ইউ। রবিবার সংস্থার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কম্বলগুলো বণ্টন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী তথা ব্যবসায়ী ফকরুল ইসলাম বড়ভূইয়া, জাকির হোসেন লস্কর, আমির হোসেন লস্কর, রাকা মজুমদার, সঞ্জীব আচার্য সহ সংস্থার সভাপতি কমরুল ইসলাম বড়ভূইয়া, সম্পাদক নজমুল হক বড়ভূইয়া, রুহুল আমিন চৌধুরী, জব্বার লস্কর, আব্দুল নুর প্রমুখ।

সভাপতি কমরুল ইসলাম বড়ভূইয়া জানান, এই কম্বল বিতরণে সহযোগিতা করেছেন সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া, সমাজকর্মী ফকরুল ইসলাম বড়ভূইয়া সহ অন্যান্যরা। তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতি এও জানান, দেড়শো কম্বলের মধ্যে পঞ্চাশের বেশি সৈদপুরের রায়পাড়ার মহিলার হাতে তুলে দেন। এ ছাড়া রাতে রাস্তায় রাত কাটানো অসহায় লোক ও ভবঘুরে লোকের মধ্যে বিতরণ করা হবে কম্বল।

