উমরাংশুতে স্কুল বাস দুর্ঘটনায় মৃত্যু এক ছাত্রীর, আহত ১৮
বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : স্কুল বাস দুর্ঘটনায় প্রাণ হারাল এক ছাত্রী। আহত হয়েছেন প্রায় কুড়িজন পড়ুয়া। শনিবার সকালে ডিমা হাসাওয়ের উমরাংশুতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। উমরাংশুর ১৯ কিলো এলাকায় একটি স্কুল বাস (AS-08-C 2292) দুর্ঘটনার কবলে পড়লে ডালিমার রংহাংপি নামে এক ছাত্রী নিহত এবং 22 জন আহত হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
বাসটি উমরাংশু শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল। উমরাংশু থেকে সাত কিলোমিটার দূরে ১৯ কিলো এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় সেক্রেড হার্ট স্কুলের ছাত্রী ডালিমার রংহাংপি।
আহত শিক্ষার্থী জানান, স্কুল বাসের চালকের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের উমরাংশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, “স্কুল বাসটি ১৯ কিলো এলাকায় বাঁক নেওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। বাসে প্রায় ১৮ জন ছাত্রছাত্রী ছিল। কতজন আহত হয়েছে তা আমি গণনা করিনি। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। একজন মারা গেছেন,” একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
গুরুতর আহত ছয় শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য হোজাই হাম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি ১৫ জনকে উমরাংশু সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীরা হলেন যথাক্রমে আরকিলিংসন হ্যাঞ্চে (৯), ফ্লিয়া সিংথাংপি (১০), চারমুকরাং টেরন (৪), দিবিয়া রংহাংপি (১৫), রুপলিং ইনথিপি (১৭) এবং মালয়েন তেরানপি (১৮)।