সোনাইয়ে লোমহর্ষক ঘটনা, স্ত্রীর ওপর দা দিয়ে কোপ স্বামীর, গ্রেফতার

সোনাইয়ে লোমহর্ষক ঘটনা, স্ত্রীর ওপর দা দিয়ে কোপ স্বামীর, গ্রেফতার

বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টায় গ্রেফতার হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে সোনাই শহরের সোনাই হাসাপাতাল রোডে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন গৃহবধূ। এ ঘটনায় এলাকার জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে।

জানা যায় বৃহস্পতিবার রাত ১০ নাগাদ সোনাই শহরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিজ উদ্দিন লস্কর তার স্ত্রী মনোয়ারা বেগমের ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন। বটি দা দিয়ে স্ত্রী মনোয়ারা বেগমের মাথায় কোপ বসালে প্রাণ রক্ষা করতে পাশের এক বাড়িতে আশ্রয় নেন রক্তাক্ত অবস্থায় মনোয়ারা। ঘটনাকে প্রত্যক্ষ করে প্রতিবেশীরা সোনাই থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মনোয়ারা বেগমকে  উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এবং তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি বটি দা উদ্ধার করে পুলিশ।

এদিকে, অভিযুক্ত স্বামী ফরিজ উদ্দিন লস্কর সঙ্গে সঙ্গে গা-ঢাকা দিলেও শুক্রবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় সোনাই পুলিশ।
এ দিন মনোয়ারা বেগমের বাবার বাড়ির পরিবারের পক্ষ থেকে ফরিজ উদ্দিন লস্করকে অভিযুক্ত করে সোনাই থানায় একটি মামলা দায়ের করা হয়।

সোনাইয়ে লোমহর্ষক ঘটনা, স্ত্রীর ওপর দা দিয়ে কোপ স্বামীর, গ্রেফতার

সুত্রে জানা গিয়েছে, ঘাতক ফরিজ উদ্দিনের ৩ সন্তান নিয়ে আলাদা পরিবার। ফরিজ উদ্দিন কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছেন। তিনি নাকি সব সময় একটি ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে ঘুরাফেরা করেন। কী কারণে স্ত্রীকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেন ফরিজ উদ্দিন তা জানা যায়নি। তবে পুলিশের তদন্তে আসল রহস্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।

Author

Spread the News