কাজিডহরে মারপিটে মহিলা সহ বেশ কয়েকজন আহত, মামলা
বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : বাড়ির রাস্তার সীমানার খুঁটি নিয়ে ব্যাপক মারপিটের ঘটনা ঘটলো সোনাইর কাজিডহর প্রথম খণ্ডে। মারপিটের ঘটনায় এক মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এনিয়ে সোনাই থানায় দশজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন বাদী পক্ষের সামসুল হক লস্কর। এজাহারে সামসুল হক জানান, বাড়ির রাস্তার সীমানা নিয়ে বিবাদী হিরামণি লস্করের সঙ্গে বিবাদ চলছিল। পরে গ্রামের ময়মুরুব্বি বিচারের মাধ্যমে সমাধান করে দিয়ে সীমানায় খুঁটি পুঁতে দেন। বর্তমানে গ্রামের রাস্তায় পিডব্লিউডির সড়কের সঙ্গে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়। এতে বৃহস্পতিবার বিকেলে তিনি খুঁটি নিয়ে কাজে নিয়োজিত থাকা কর্মচারীর সঙ্গে কথা বলেন। তখন আচমকা বিবাদী হিরামণির ছেলে রিপন আহমেদ লস্কর এসে অনৈতিক কথাবার্তা শুরু করে। এরপর পরিকল্পনামাফিক আত্মীয়স্বজন মিলে ১০-১২ জন লোককে ডেকে আনেন। এরা হাতে দা, তলোয়ার সহ দাঁড়ালো অস্ত্র নিয়ে আক্রমণের উদ্দেশে আসেন।
রিপন আহমেদ দা দিয়ে আক্রমন করলে প্রাণের ভয়ে তিনি বাড়িতে দৌঁড়ে গেলেও তাঁর পিছু ধাওয়া করে দলবদ্ধভাবে বাড়িতে ঢুকে ভাঙচুর সহ পরিবার-পরিজনদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়। এতে কমেও সাত জন জখম হয়েছেন। গুরুতর অবস্থায় বর্তমানে সামিম আক্তার লস্কর নামের মহিলা শিলচর মেডিক্যালে ভর্তি রয়েছেন। এনিয়ে ন্যায় বিচারের দাবিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সামসুল হক লস্কর।