পুর নিগম গঠনের আগে মেয়র নির্বাচন চাইলেন সুস্মিতা দেব
বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : শিলচর পুর নিগম গঠনের আগে মেয়র নির্বাচন চাইলেন রাজ্যসভা সদস্য সুস্মিতা দেব। শুক্রবার বিভিন্ন ইস্যুতে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব শিলচর পুরসভায় সিন্ডিকেট রাজ চলছে বলে অভিযোগ উত্থাপন করেছেন। তিনি চড়া সুরে বলেন, নির্বাচিত বোর্ড ছাড়া গত পাঁচ বছর শাসক দল বিজেপি শিলচরে যেসব প্রকল্প বাস্তবায়ন করেছে এর ক্ষতিয়ান জনগণ কোথায় গিয়ে পাবেন। কারণ শহরের উন্নয়নে কত অর্থ এসেছে বা কি কাজ হয়েছে তার কোনও হিসেব নেই শিলচর পুরসভার ওয়েবসাইটে।
৪২টি ওয়ার্ড নিয়ে যেহেতু শিলচর পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মতে নিগমকে শক্তিশালী করতে পুরো পরিকাঠামো বদলানোর দাবি তুলেছেন তিনি। অন্যান্য বিভিন্ন ইস্যুতে শাসক দলের তীব্র সমালোচনা করে আসন্ন পুর নিগম নির্বাচনে নতুন চেহারা নিয়ে তৃণমূল ময়দানে নামবে বলেও এদিন জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক কালে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) সজল বনিক সহ অন্যান্যদের দল ত্যাগ করে কংগ্রেসে ফিরে যাওয়ার বিষয়ে সুস্মিতা কারও নাম না নিয়ে বলেন, যারা গেছেন, তাদের মধ্যে কেউ কি তৃণমূলে থাকার সময় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। এমন লোকেরা দলে থাকা বা না থাকার মধ্যে বিশেষ কোনোও ফারাক নেই, এতে দলের কিছু আসে যায় না। এবার তার দল সিদ্ধান্ত নিয়েছে, কংগ্রেস ভেঙে আর কাউকে আনতে যাবে না। নতুন নতুন মুখ নিয়ে ফের ঢেলে সাজানো হবে দলকে। সজল বনিকদের তৃণমূল ছেড়ে কয়েকজনের কংগ্রেসে ফিরে যাওয়া নিয়ে তিনি আরও বলেন, এক্ষেত্রে সংখ্যাটা অনেক বেশি বলে দাবি করা হচ্ছে। কিন্তু বাস্তবে গেছেন মাত্র ৬-৭ জন। নাম না করে সজল বণিকদের কটাক্ষ করে তিনি আরও বলেন, কেউ যদি ভেবে থাকেন দলে এসে কোনও কাজ না করেই একটা ভোট ব্যাঙ্ক পেয়ে যাবেন, তবে এমন ধারণা সম্পূর্ণ ভুল। কেউ কোন দলে থাকলে তাকে সেই দলের নেতৃত্বের প্রতি ভরসা রাখার পাশাপাশি নিজের উপরও ভরসা রাখতে হবে, সঙ্গে করতে হবে পরিশ্রমও। এমনি এমনিতেই সবকিছু হয়ে যাবে এমনটা ভাবার মানে নেই।