সোনাইয়ে দুর্যোগ মোকাবেলা বিভাগের সচেতনতা শিবির

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস উপলক্ষে সোনাই রাজস্ব চক্রের দুর্যোগ মোকাবেলা বিভাগের ব্যবস্থাপনায় দুর্যোগ প্রস্তুতির বিষয়ে পথ নাটকের মাধ্যমে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সার্কল অফিস প্রাঙ্গণে পথ নাটকের মাধ্যমে দুর্যোগ সুরক্ষা নিয়ে শিবির হয়। এরপর ফ্ল্যাগ অব করে অতিথিরা এই সচেতনতা শিবিরের প্রচার গাড়ির যাত্রার সূচনা করেন। এনিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগের তাৎক্ষণিক ভাবে কিভাবে সুরক্ষা নেবেন তাঁর আলোকপাত করা হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনার সোনাইর ফিল্ড অফিসার বিপ্রজিৎ পাল চৌধুরী।

বক্তব্য রাখেন সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর, বিভাগীয় নডেল অফিসার রাজেশ দত্ত, সোনাই এমসিডি কলেজের অধ্যক্ষ বাহারুল ইসলাম লস্কর, সোনাই হলি লাইট ইংলিশ স্কুলের অধ্যক্ষ আমিরুল ইসলাম মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানি দাস, সোনাই ব্লকের অ্যাসিস্টেন্ট বিডিও রতীন্দ্র পাল, শিক্ষা খণ্ডের বিআরপি সাবিনা সুলতানা মজুমদার, আব্দুল কুদ্দুস মজুমদার সহ অন্যান্যরা।

সোনাইয়ে দুর্যোগ মোকাবেলা বিভাগের সচেতনতা শিবির

Author

Spread the News