মণিপুরী নাট্য-সংকীর্তনের কর্মশালা সমাপ্ত সোনাইয়ে

বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : চিংলেন সিংহ মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় মণিপুরী নাট্য-সংকীর্তনের ১৫ দিনের কর্মশালা সমাপ্তি হল বৃহস্পতিবার। এদিন সোনাইর ঝরাগুল বাজারে সংস্থার সভাপতি বি রবীন্দ্র শর্মার পৌরোহিত্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইম্ফলের জওহরলাল নেহরু মণিপুর ডেন্স অ্যাকাডেমির ডিরেক্টর বিলাস পুখরামবাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর জিসি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কেএন চন্দ ও এমসিএআরসিএ-র প্রধান গুরু টি গঙ্গা সিংহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম সরকারের অবসরপ্রাপ্ত সচিব আরকে গোপাল সানা, সমাজসেবী ডাঃ এম শান্তিকুমার সিংহ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিংলেন সিংহ মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক এম উলেন মীতৈ।

মণিপুরী নাট্য-সংকীর্তনের কর্মশালা সমাপ্ত সোনাইয়ে

Author

Spread the News