ইয়াসি চ্যালেঞ্জার্স ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন রয়াল ফিটনেস ক্লাব

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : ইয়াসি চ্যালেঞ্জার্স ট্রফি সেভেন-এ সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টের খেতাব জিতলো রয়াল ফিটনেস ক্লাব। উত্তেজনাকর ফাইনাল ম্যাচে তারা হারায় ওয়াই জি ক্লাব-কে। মাত্র ৩ রানের ব্যবধানে।

ইয়াসি সাউথ দুধপাতিল সাব কমিটি আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে ৬ ওভারের ইনিংসের খেলায় ৪৬ রান তাড়া করতে নেমে ওয়াই জি ক্লাব ৪৩ রানেই থেমে যায় এবং রানার্স-আপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, সহকারী সাধারণ সম্পাদক দেবাশিস শোম। বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নবীনা মজুমদার, শিলচর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় প্রমুখ। খেলায় প্রথম এবং দ্বিতীয় সেমি-ফাইনালের ম্যাচ সেরা হন যথাক্রমে সাদ্দাম লস্কর এবং সুহেল মজুমদার। সুহেল মজুমদার ফাইনাল এবং সিরিজেরও সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।উল্লেখ্য, খেলার সমস্থ ট্রফি বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত উমা লক্ষ্মী পাণ্ডে-র স্মৃতিতে প্রদান করা হয় এবং তার মেয়ে বন্দিতা ত্রিবেদী রায় এই ট্রফিগুলি স্পনসর করেন।

ইয়াসি চ্যালেঞ্জার্স ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন রয়াল ফিটনেস ক্লাব

চ্যাম্পিয়ন দলকে ট্রফি সমেত নগদ ১৫ হাজার টাকা, রানার্স-আপ দলকে একি ভাবে নগদ ৮ হাজার টাকা প্রদান করা হয়। দু’টি ট্রফি বিজয় কম্পিউটর প্রদান করেছে।
অতনু ভট্টাচার্য এবং দেবাশিস শোম ইয়াসি-র এই উদ্যোগের প্রশংসা করেন এবং গ্রামীণ এলাকায় ক্রিকেট প্রচারের জন্য অভিনন্দন জানান। তবে তারা খেলোয়াড়দের ডিউস বল দিয়ে খেলার পরামর্শ দেন এবং আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

ইয়াসি চ্যালেঞ্জার্স ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন রয়াল ফিটনেস ক্লাব

ইয়াসি -র পক্ষে উপস্থিত ছিলেন সাদিক আহমেদ চৌধুরী (উপদেষ্টা), সমন্বয়ক সাজন লস্কর, আহ্বায়ক আহাদ হুসেন বড়ভুইয়া, সাব-কমিটির সভাপতি রশিদ আহমেদ লস্কর, সাহারুল লস্কর, আব্দুল মতিন খান, গণেশ মণ্ডল, আবজল হুসেন বারভুইয়া, ইঞ্জামুল বড়ভূইয়া, মনোজ কালোয়ার, আকতার হুসেন বড়ভূইয়া, টিঙ্কু চৌধুরী, ফাইজান বেগম বারভুইয়া প্রমুখ। ম্যাচ পরিচালনা করেন  সঞ্জীব দে এবং সঞ্জীবন রায়। সব শেষে ধন্যবাদ জানান ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়।

Author

Spread the News