মণিপুরে অপহৃত কাছাড়ের ২ চালক এখনও সন্ধানহীন বিক্ষোভ ট্রাক চালক সংস্থা

বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : মণিপুরে অপহৃত দুই চালক ও টিপার সন্ধান না হওয়ায় ধলাইর কাটাখাল স্থিত জন্ডু কন্সট্রাকশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো শিলচর ট্রাক চালক সংস্থা। রবিবার শিলচর ট্রাক চালক সংস্থার কর্মকর্তারা কাটাখাল জন্ডু কন্সট্রাকশনের কার্যালয়ে গিয়ে চালকদের উদ্ধারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই খবর পেয়ে ধলাই থানার সিআই জনপান বে সদলবলে পৌঁছে সেখানে চালক পরিবার ও চালক সংস্থার সঙ্গে কথা বলেন। পরে নির্মাণ সংস্থার এইচআর- ও পিএম এর সঙ্গে ফোনে কথা বলেন যদিও কোনও সমাধানের পথ বেরোয়নি। পুলিশ আধিকারিক বিষয়টি কাছাড়ের পুলিশ সুপারকে অবগত করালে বিকেলে নির্মাণ সংস্থা ও কেজিএন ট্রান্সপোর্টের কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপার কার্যালয়ে বৈঠক হওয়ার কথা জানা যায়। এই বৈঠকের চালক সংস্থার সদস্যদেরও উপস্থিত থাকার কথা ছিল। তবে বিকেলে চালক সংস্থার সভাপতি বাহারুল ইসলাম লস্করের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তাদের বৈঠকের সময় না জানানোয় তারা অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতোর সাথে ফোনযোগে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, নির্মাণ সংস্থা ও কেজিএন ট্রান্সপোর্রটের সঙ্গে কথা হয়েছে।

এদিকে, মণিপুরের পশ্চিম তেমেংলংয়ের এসপির সঙ্গে তিনি নিজে যোগাযোগ করে চালকদের উদ্ধার করার কথা জানিয়েছেন। এবং অসমের ডিজিপি মণিপুরের ডিজিপির সঙ্গে কথা বলে অতিসত্বর উভয়কে উদ্ধার করার আবেদন জানিয়েছেন। তবে নির্মাণ সংস্থা জন্ডু কন্সট্রাকশনের কাছে মুক্তিপণ চায় কি না তা এখনও জানা যায়নি। তবে যে উগ্র সংগঠনটি যোগাযোগ করেছিল তাদের ফোন করে জন্ডু কন্সট্রাকশনের সঙ্গে কথা বলতে চেয়েছিল সেই নম্বরটি তাদের দেওয়া হয়েছে। এবং অসম পুলিশ ও মণিপুর পুলিশ তাদের উদ্ধার করতে তৎপর রয়েছে বলে জানা গিয়েছে।

মণিপুরে অপহৃত কাছাড়ের ২ চালক এখনও সন্ধানহীন বিক্ষোভ ট্রাক চালক সংস্থা

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি শিলচর থেকে সড়ক নির্মাণ সংস্থা জন্ডু কন্সট্রাকশনের সামগ্রী নিয়ে রওয়ানা দেওয়া দুটি ১৬১৮ ডাম্পার মণিপুরের পশ্চিম তেমেংলং-এর মান্ডুতে সামগ্রী পৌঁছে ফেরার পথে ডাম্পার সহ নিখোঁজ হন দুই চালক যথাক্রমে পূর্ব ধলাইর কচুদরম থানা অধীন গঙানগর ৪র্থ খণ্ডের বাসিন্দা সফর উদ্দিন লস্করের ছেলে রিজুল হক লস্কর এবং লক্ষীপুরের জিরিঘাট থানা অধীন লক্ষীছড়া ফরেস্ট ভিলেজ ২য় খণ্ডের বাসিন্দা মসদ্দর আলির ছেলে নাসির উদ্দিন। লরি দুটির নম্বর হচ্ছে এএস ১১সিসি ৩৪৭৬ এবং এএস ১১ ৩৬৯১

Spread the News
error: Content is protected !!