নিউ শিলচর এসএস-কে গোলের মালা অগ্রগামী ক্লাবের

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : নিউ শিলচর এসএস-কে গোলের মালা পরালো অগ্রগামী ক্লাব। শিলচর ডিএসএর ওষধিপ্রসাদ দত্ত মেমোরিয়াল বি ডিভিশন ফুটবলে রবিবার তারা জিতলো ৭-০ ব‍্যবধানে। দিনের অন্য ম‍্যাচে ক্লাব শান্তসেনাকে ৩-০ গোলে হারায় হুলিগান এফসি। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে অগ্রগামীর জয়ে হ‍্যাট্রিক করেন তাহের আহমেদ। ৩ গোল করেন তিনি। আমির হুসেন, জমিল আহমেদ, বিশ্বজিৎ শুক্লবৈদ‍্য ও নাগরইহান পান একটি করে গোল।

ম‍্যাচ সেরা হন তাহের। তাঁর হাতে পুরষ্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার অতনু চৌধুরী। হুলিগানের গোল তিনটি করেন ইলিজালাল নেইসাং মার, জেমস কেবি ও সিবানি সুজা। ম‍্যাচ সেরা হন সিবানি সুজা। তাঁর হাতে ট্রফি তুলে দেন প্রাক্তন ফুটবলার (গোলরক্ষক) অমরজিৎ সিং। সোমবার খেলবে গ্রিন হর্নেট ক্লাব ও স্টুডেন্ট এসি। দ্বিতীয় ম‍্যাচে মুখোমুখি হবে মধ্যসহর এসএস ও সন অব ইন্ডিয়া।

নিউ শিলচর এসএস-কে গোলের মালা অগ্রগামী ক্লাবের

Author

Spread the News