নাম পরিবর্তন করে ভুয়ো ডকুমেন্ট দিয়ে গাড়ি সমঝে বিক্রি, গ্রেফতার যুবক

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : নাম পরিবর্তন করে ভূয়ো ডকুমেন্ট দিয়ে একটি গাড়ি সমঝে নিয়ে চুপিসারে তা বিক্রি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রংপুর পুলিশ। ধৃত যুবকের নাম করণ সিং। তার বাড়ি ঘুংঘুর এলাকায়। প্রতারণার অভিযোগ এনে করন সিংহের বিরুদ্ধে মামলা করেছিলেন দুধপাতিল এলাকার যুবক এনামুল হক মজুমদার।

এনামুল হকের অভিযোগ মতে জানা গেছে, হাইলাকান্দির নজমুল তফাদার নামের এক ব্যক্তি নিজের AS-24-E-1942 নম্বরের অল্টো গাড়িটি ইএমআই দিতে না পারায় এনামুল হকের মাধ্যমে করন সিংকে নগদ ৬০ হাজার টাকার বিনিময়ে ও বাকি এমআই মিটিয়ে দেওয়ার চুক্তিতে সামঝে দিয়েছিলেন। করন সিং ওই সময় তার নাম করন রায় বলে জানায় এবং পরিচয়ের ভূয়ো নথিপত্র দাখিল করে। পরবর্তীতে গাড়িটির সমঝে নেওয়ার পর ফাইন্যান্সের ইএমআইটি তিনমাস ধরে দেয়নি করন। তখন মধ্যস্থতাকারী এনামুলের সন্দেহ হয়। খবর নিয়ে এনামুল জানতে পারেন গাড়িটিও বহিরাজ্যে বিক্রি করে দিয়েছে করন সিং। তাই প্রতারণার অভিযোগ এনে রংপুর পুলিশ ফাঁড়িতে মামলা করেছিলেন। 

এদিকে, রংপুর পুলিশ তদন্তে নেমে করন সিংহের জালিয়াতির তথ্য বের করে এবং শনিবার রাতেই তাকে গ্রেফতার করে।

নাম পরিবর্তন করে ভুয়ো ডকুমেন্ট দিয়ে গাড়ি সমঝে বিক্রি, গ্রেফতার যুবক
Spread the News
error: Content is protected !!