স্টেশনের কাছে ভয়াবহ আগুন, চাইনিজ রেস্তোরাঁর রান্নাঘর থেকে সূত্রপাত

১১ জানুয়ারি : শিয়ালদা স্টেশনের কাছে ভয়াবহ আগুন। স্টেশনের বাইরে ফুড কোর্টে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি। শনিবার বিকেল ৪টে নাগাদ শিয়ালদা মেট্রো স্টেশন লাগোয়া ফুড কোর্টে আগুন লাগে। নামী চাইনিজ রেস্তোরাঁর রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে খবর।

অফিস ফেরত সময়ে শিয়ালদা স্টেশন চত্বরে আগুনের জেরে আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়ি শুরু হয়। শিয়ালদা স্টেশনে যে জায়গায় আগুন লেগেছে, সেখান থেকে দ্রুত আগুন ছড়াতে পারে। ফলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

ফুড কোর্টে একাধিক দোকান রয়েছে। রেস্তোরাঁ রয়েছে। সেখানে দাহ্য পদার্থ রয়েছে। ফলে দ্রুত আগুন ছড়ানোর আশঙ্কা রয়েছে। প্রয়োজনে আরও দমকলের ইঞ্জিন আনা হতে পারে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।

ফুড কোর্টে আগুনের জেরে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে

শিয়ালদা স্টেশনের একদম সামনে ফুড কোর্টে আগুন লাগায় ট্রেনযাত্রীদের মধ্য়েও আতঙ্ক ছড়িয়েছে। যেখানে আগুন লেগেছে, তার আশপাশ দিয়ে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা। কীভাবে ফুড কোর্টে আগুন লাগল, তা পরে খতিয়ে দেখা হবে বলে দমকলের তরফে জানানো হয়েছে।

Spread the News
error: Content is protected !!