বি ডিভিশনে জিতলো রূপম ও পিডব্লুডি মেকানিক্যাল ক্লাব
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ওষধিপ্রসাদ দত্ত মেমোরিয়াল বি ডিভিশন ফুটবল টুর্নামেন্টে বৃহস্পতিবার জয়ী হলো রূপম ক্লাব ও পিডব্লুডি মেকানিক্যাল ক্লাব। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে প্রথম ম্যাচে ইউএসএ উধারবন্দকে ৫-০ গোলে হারায় রূপম। তাদের লালকুজুয়াল মার হ্যাট্রিক করেন। ৪ গোল পান তিনি। অন্য গোলটি করেন গসপেল লালরুয়তফেল। ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন লালকুজুয়াল। তাঁর হাতে পুরষ্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার বাচ্চু দাস।
দ্বিতীয় ম্যাচে সন অব ইন্ডিয়াকে ৬-১ গোলে পরাজিত করে পিডব্লুডি। তাদের সমীর সিং করেন দু গোল। একটি করে পান ক্লেটমন বর্মন, হিরেন সিং, সুজিত সিং ও নিকেতন সিং। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সমীর। তাঁর হাতে ট্রফিটি তুলে দেন প্রাক্তন ফুটবলার শ্যামল দাস। সন অব ইন্ডিয়ার শান্তনাসুচক একমাত্র গোলটি দেন ইমরুজ আহমেদ লস্কর। শুক্রবার খেলবে উদয়ন সংঘ ও অগ্রণী ক্লাব।দ্বিতীয় ম্যাচে খেলবে ইভিনিং ক্লাব ও হুলিগান এফসি।