দুধপাতিলে ইয়সির ক্রিকেট ১১ জানুয়ারি

বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : ৭-এ সাইড  প্রাইজমানি নাইট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস সাউথ দুধপাতিল সাব-কমিটি। ইয়াসির এই চ্যালেঞ্জার্স ট্রফি শুরু হবে ১১ জানুয়ারি থেকে। টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করবে। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ১৫ হাজার টাকা সঙ্গে একটি ট্রফি ও রানার্স দল পাবে ৮ হাজার টাকা সহ একটি ট্রফি। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে সেরা ফেয়ার প্লে দল,

ম্যান অব দ্য ম্যাচ (২টি সেমিফাইনালের জন্য), ম্যান অব দ্য ফাইনাল, ম্যান অব দ্য সিরিজ।টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে দুধপাটিল ষষ্ঠ খণ্ডে, খুরুম আলি মোকামের সংলগ্ন মাঠে।

Author

Spread the News