‘বৈকুণ্ঠ দ্বার’ দর্শনে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ জনের

৯ জানুয়ারি : তিরুপতির বিষ্ণু নিবাসমে ‘বৈকুণ্ঠ দ্বার’ দর্শনের টোকেন বিতরণের সময় একটি ভয়াবহ হুড়োহুড়ি ঘটে, যার ফলে ৭ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন আহত হয়েছেন। জানা গেছে, সকাল থেকেই বিপুল সংখ্যক ভক্তরা বৈকুণ্ঠ দ্বার দর্শনের টিকিটের জন্য তিরুপতির বিভিন্ন টিকিট কেন্দ্রে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন।

এই দুর্ঘটনাটি ঘটে যখন ভক্তদের “বৈরাগি পট্টিডা পার্ক”-এ লাইন দেওয়ার অনুমতি দেওয়া হয়। হুড়োহুড়ির ফলে সেখানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেখানে মল্লিকা নামে এক মহিলাসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র অনুসারে, দর্শনের জন্য লাইনে প্রায় ৪,০০০ এর বেশি মানুষ ছিলেন। এই ভিড়ের সময়ই দুর্ঘটনাটি ঘটে।

'বৈকুণ্ঠ দ্বার' দর্শনে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ জনের

Author

Spread the News