৯ জানুয়ারি শিলচরে আসছেন লোপামুদ্রা
বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : প্লাটিনাম জুবিলির অঙ্গ হিসেবে এবার বাংলাগানের এই প্রজন্মের প্রথমসারির শিল্পী লোপামুদ্রাকে শিলচর নিয়ে আসছে মধ্যসহর সাংস্কৃতিক সমিতি। ৯ জানুয়ারি সন্ধ্যায় গানের অনুষ্ঠানে আসর মাতাতে আসছেন লোপামুদ্রা মিত্র। নরসিংটোলা মাঠে অনুষ্ঠানই শুরু হবে সন্ধ্যা ছ’টায়। শীতের রাতের কথা বিবেচনা করে রাত ১০টার মধ্যেই আসর শেষ হবে। লোপার সঙ্গে সহশিল্পী হিসেবে কলকাতা থেকে তাঁর সঙ্গে আসছেন আরও আটজন। দু’দিনের অনুষ্ঠানের প্রথমদিন অর্থাৎ ৮ জানুয়ারি ‘মণীন্দ্ররঞ্জন দাস স্মৃতি নাচের মেলা’ শীর্ষক অনুষ্ঠান।
উল্লেখ্য, শিলচর তথা বরাকের বিশিষ্ট সংস্থা মধ্যসহর সাংস্কৃতিক সমিতির গতবছর ছিল পঁচাত্তর বর্ষপূর্তি। এ উপলক্ষে ২০২৪-এর জানুয়ারি থেকে প্রতিমাসে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি পালন করে আসছে সমিতি। প্লাটিনাম জুবিলির সমাপ্তি অনুষ্ঠানের সূচি অনুযায়ী ৮ জানুয়ারি থাকছে বরাকের বহুভাষিক নৃত্যশিল্পীদের বৃন্দনৃত্য।পরদিন সন্ধ্যায় থাকছে বাংলাগানের হার্টথ্রব গায়িকা লোপামুদ্রা মিত্রের আসর। দু’দিনের অনুষ্ঠানের থাকবে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও।