৭ ঘণ্টার মধ্যে চুরি হওয়া বাইক উদ্ধার লালা পুলিশের
বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : লালা পুলিশের বৃহৎ সাফল্য। ৭ ঘণ্টার মধ্যে চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধার করে নজির সৃষ্টি করেছেন লালা থানার ইনস্পেকটর ওসি লালহিমস্লাং খনং পল। শুক্রবার রাত আনুমানিক ৮ টা নাগাদ এএস ২৪ বি ১৭৭৯ নম্বরের একটি গ্ল্যামার বাইক লালা বিবেকানন্দ মেলার সামনে থেকে চুরি হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লালা পুলিশে। লালা থানার ইনস্পেকটর ওসি লালহিমস্লাং পল দলবল নিয়ে অভিযান চালিয়ে রাত আনুমানিক ৩ টা নাগাদ চন্দ্রপুর দ্বিতীয় খণ্ড থেকে উদ্ধার করতে সক্ষম হন।
চেকিং চলাকালীন পুলিশ বাইক সহ নিচিন্তপুর দ্বিতীয় খণ্ডের বছর কুড়ির জাবেদ হোসেনকে আটক করে। পুলিশ তদন্ত অব্যাহত রাখছেন। বাইকের মালিক হাইলাকান্দির দক্ষিন সোনাপুরের সফিক উদ্দিন লস্কর।