IRCTC এর সার্ভার ডাউন, হুলুস্থূল

৩১ ডিসেম্বর : ট্রেনের টিকিট কাটতে পারছেন না কেউ। বসে গেল সার্ভার। বছরের শেষ দিনে IRCTC এর সার্ভার বসে গেল। ফলে কোনও যাত্রী ট্রেনের টিকিট বুক করতে পারছেন না। টিকিট কাটতেও পারছেন না। মঙ্গলবার সকাল থেকেই ধীর গতিতে চলতে শুরু করে IRCTC।

বেলা গড়াতেই সার্ভার একেবারে বসে যায়। অর্থাৎ যাত্রীরা কেউ টিকিট কাটতে পারছেন না ভারতীয় রেলওয়ের এই ওয়েবসাইট থেকে। সবকিছু মিলিয়ে আইআরসিটিসির সার্ভার বসে যেতেই তা নিয়ে হুলুস্থূল শুরু হয়ে যায়।

IRCTC এর সার্ভার ডাউন, হুলুস্থূল
Spread the News
error: Content is protected !!