ত্রিপুরায় পাম্পসেট বিতরণ কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর
বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : সোমবার ত্রিপুরা রাজ্যের উপস্থিত হয়ে রাজ্যের পিএম কুসুম প্রকল্পের বিভিন্ন সুবিধাপ্রাপকদের সঙ্গে সাক্ষাৎ করে মত বিনিময় করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। এছাড়া মন্ত্রী এদিন বিভিন্ন কৃষকদের মধ্যে পাম্পসেট বিতরণ করেন।
ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার চড়িলাম আরডি ব্লকের অধীনে বড়কো বাড়িত এডিসি ভিলেজে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী। এদিনের অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় মন্ত্রীকে সিপাহীজলা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার অতিরিক্ত জেলাশাসক রিংকু লাটুর উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান। এদিন পিএম কুসুম স্কিমে মোট ২৭ জনকে পাম্পসেট প্রদান করা হয়। পরে মন্ত্রী নিজ সংক্ষিপ্ত বক্তব্যে পিএম কুসুম প্রকল্পে কৃষি ক্ষেত্রে কৃষকেরা কী ভাবে লাভবান হবেন তা বর্ণনা করেন। এতে উপস্থিত ছিলেন ললিত বড়ুয়া, অভিষেক সিনহা, রিঙ্কু রাঠোর মহানন্দ দেববর্মা, মহন্ত শুক্লাদাস প্রমুখ।