অ্যাথলিট মিটে কাটলিছড়ায় আসল স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক, খুশির জোয়ার

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : হাইলাকান্দির প্রান্তিক অঞ্চল কাটলিছড়া এবার ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। গ্রামের ছেলেরাই দেখিয়ে দিয়েছে লুকিয়ে থাকা প্রতিভার। খেলো ইন্ডিয়ার অ্যাথলেটিক মিটে কাটলিছড়ার যুবারা এক এক করে তিনটি পদক জিতে নিতে সক্ষম হয়েছে। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ এই তিন পদকে কাটলিছড়া জুড়ে খুশীর জোয়ার বইছে। কোচ রাজা দাসের তত্ত্বাবধানে এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন অ্যাথলেটিকরা। ৪৬তম অল অসম ইন্টার ডিস্ট্রিক্ট অ্যাথলেটিক মিটে কাটলিছড়া খেলো ইন্ডিয়া সেন্টারের অ্যাথলেটিকরা এবার দুইটি স্বর্ণপদক জিতে ইতিহাসের পাতায় স্থান করে নিল। জুনিয়র ক্যাটাগরিতে ৫ কিমি ওয়াকিং রেসে  আলেকজেন্ডারপুরের গৌতম কুমার দাস স্বর্ণ পদক জিততে সক্ষম হন। ১৫০০ মিটার দৌড়ে দক্ষিণ হাইলাকান্দির সুলতানির সামসুদ্দিন লস্কর স্বর্ণপদক জিতিয়ে নেন।

পদক তালিকায় হাইলাকান্দির গৌতম, সামসুদ্দিন, দেবজিৎ ও বিশালের নাম_____

পাশাপাশি সামসুদ্দিন ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতায়ও স্বর্ন পদকের পাশাপাশি রৌপ্য পদক ও লাভ করতে সক্ষম হয়েছেন। এদিকে, ৫ কিলোমিটার এর দৌড়ে কাটলিছড়া শুধু স্বর্ণপদকে আটকে থাকেনি। রৌপ্য ও ব্রোঞ্জপদক জিতিয়ে নিতে সক্ষম হয়েছে। কাটলিছড়ার হরিশনগর গ্রামের দেবোজিত দাস রৌপ পদক এবং বরুনছড়ার বিশাল কৈরী ব্রোঞ্জপদক জিতেন। কাটলিছড়া মহকুমা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে চার্লমাস মাঠে চলতে থাকা কাটলিছড়া খেলো ইন্ডিয়া সেন্টারের এই অ্যাথলিটরা খেলো ইন্ডিয়ার কাটলিছড়া সেন্টারের কোচ রাজা দাসের কোচিংএ নিজেদের তৈরী করে অল আসাম এ্যাথলেটিক মিটে হাইলাকান্দি জেলা দলের হয়ে পদক লাভ করে আজ হাইলাকান্দি জেলাকে গর্বিত করলো। সেই সঙ্গে  অ্যাথলেটিকের পদক তালিকায় হাইলাকান্দির জেলার নাম অন্তর্ভুক্ত হলো গৌতম দাস, সামসুদ্দিন লস্কর, দেবজিৎ দাস ও বিশাল কৈরীর চমকাৎর সাফল্যে। তাদের সাফল্যের পেছনে কোচ রাজীব দাসের অক্লান্ত পরিশ্রমের জন্য বিভিন্ন মহল থেকে প্রশংসা করা হচ্ছে।

অ্যাথলিট মিটে কাটলিছড়ায় আসল স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক, খুশির জোয়ার
Spread the News
error: Content is protected !!