আজমল সুপার ৪০-র ৪৫০ জনের অধিক শিক্ষার্থীকে সংবর্ধনা হোজাইয়ে

বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : ২০২৪ এ নিট এবং জেইই পরীক্ষায় সফলতা লাভ করা আজমল সুপার ৪০-র ৪৫০ জনের অধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হল।বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হোজাইর মরিয়ম আজমল উইমেন্স কলেজ অফ সায়েন্স এন্ড টেকনোলজি প্রাঙ্গণে ২০২৪ সালে নিট এবং জেইই পরীক্ষায় সফলতা লাভ করে বিভিন্ন চিকিৎসা মহাবিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং মহাবিদ্যালয়ে নামভর্তি করার সুযোগ লাভ করা আজমল সুপার ৪০-র ৪৫০ জনের অধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করল আজমল ফাউন্ডেশন।

সংবর্ধনা অনুষ্ঠানে আজমল সিএসআরের মুখ্য ন্যাসরক্ষী, প্রাক্তন সাংসদ মওলানা বদরুদ্দিন আজমল, আজমল ফাউন্ডেশনের ন্যাসরক্ষী, বিধায়ক সিরাজুদ্দিন আজমল, বিশিষ্ট অতিথি কলকাতা টাটা মেডিক্যাল সেন্টারের সঞ্চালক ডাক্তার পেথ্যায়েল অরুণ, পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্ত, বিশিষ্ট শিক্ষাবিদ ও চিকিৎসক ডাক্তার জাহির ঈসহাক কাজি সহ আরো অনেক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আজমল সুপার ৪০-র ৪৫০ জনের অধিক শিক্ষার্থীকে সংবর্ধনা হোজাইয়ে

দারিদ্র্য মেধাসম্পন্ন শিক্ষার্থীদের চিকিৎসক এবং ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে আজমল পরিবারে আজমল ফাউন্ডেশনের মাধ্যমে আজমল সুপার ৪০-র নামে গ্রহণ করেন এক অভিলাষী পরিকল্পনা। যার ফলস্বরূপ আজমল সুপার ৪০ সর্ব ভারতীয় পর্যায়ে আজ  সুনাম অর্জন করার পাশাপাশি এক বিশেষ পরিচিতি লাভ করে সেই বৃহৎ স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সক্ষম হয়েছে। সমগ্র দেশের ভিতরে আজ আজমল সুপার ৪০-র শিক্ষার্থীরা সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।  নিট ২০২৪ সালের পরীক্ষায় আজমল সুপার ৪০-এ এক অভূতপূর্ব সফলতা লাভ করে সমগ্র দেশের ভিতরে উজ্জ্বলিত হয়েছে। ২০২৪ সালের নিট এবং জেইই পরীক্ষায় ৪৫০ জনের অধিক পরীক্ষার্থীয়ে সর্ব ভারতীয় পর্যায়ে স্থান লাভ করে আসামের গৌরব অর্জন করে। নিট ২০২৪-র পরীক্ষায় আজমল সুপার ৪০-র শীর্ষস্থান দখল করে নাজমুস সাকিব ৭২০ নম্বরের ভিতরে ৭০৫ নম্বর পেতে সক্ষম হয়। এছাড়াও মেহেদি হাসান ৭০০, সাহিনা বেগম লস্কর, আলিমুল ইসলাম আদি, সঈদ আখতার এবং জব্বার আলি ৬৯৫ নম্বর লাভ করতে সক্ষম হয়। উল্লেখ্যযোগ্য যে, নাজমুস সাকিব ভারতবর্ষের নামকরা মেডিক্যাল কলেজ রিসিকেস্বর এএইএমসে নামভর্তি করার সুযোগ লাভ করে। এছাড়াও আজমল সুপার ৪০ থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ অন্যান্য শিক্ষার্থীরাও দেশের বিভিন্ন নামকরা চিকিৎসা মহাবিদ্যালয়ে নামভর্তি করার সুযোগ লাভ করে।

আজমল সুপার ৪০-র ৪৫০ জনের অধিক শিক্ষার্থীকে সংবর্ধনা হোজাইয়ে

একইভাবে সর্বভারতীয় জেইই পরীক্ষায়ও আজমল সুপার ৪০ – এর ছাত্রছাত্রীরা অভাবনীয় ফলাফল লাভ করে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণে সক্ষম হয়। এদের মধ্যে মারুফ ইমতিয়াজ গুয়াহাটি আইআইটি, চন্দনজ্যোতি মোহন উত্তরাখণ্ডের রুরকির আইআইটি, মৃদুপবন কলিতায় রাজস্থানের জয়পুর আইআইটি এবং করণ বড়ো ভুবনেশ্বর আইআইটিতে নাম ভর্তি করার সুযোগ লাভ করে।

উল্লেখ্য, এইসব মেধাসম্পন্ন শিক্ষার্থীদের অধিকাংশই শিক্ষার্থী আর্থিকভাবে পিছিয়ে পড়া। শিক্ষার্থীদের মেধা এবং চিকিৎসক, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নের কথা জানতে পেরে আজমল ফাউন্ডেশনের মুখ্য ন্যাসরক্ষী মওলানা বদরুদ্দিন আজমল এবং সিরাজুদ্দিন আজমলের নির্দেশে আজমল ফাউন্ডেশনে তাদের শিক্ষার সম্পূর্ণ খরচ বহন করেছিল সাথে আজমল ফাউন্ডেশনের দ্বারা বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করার উপরেও প্রদান করেছিল স্কলারশিপ। এদিকে, আর্থিকভাবে সবল শিক্ষার্থীদের বিশেষ রেহাই প্রদান করে উন্নত কোচিং প্রদান করে তাদের স্বপ্ন পূরণের ভাবে যথাযথ প্রচেষ্টা করেছিল আজমল সুপার ৪০। এই মেধা সম্পন্ন শিক্ষার্থীদের দক্ষ প্রশিক্ষকের দ্বারা কোচিং প্রদান করা হয়েছিল। আজমল সুপার ৪০-এর শিক্ষক-শিক্ষিকা সকলে দিনরাত একাকার করে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ করতে নিষ্ঠার সাথে প্রচেষ্টা গ্রহণ করেছিল। যার জন্য আজমল সুপার ৪০-র শিক্ষার্থীরা আজ সমগ্র ভারতের ভিতরে নিজেদের পারদর্শিতার সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এদিকে, ২০১৯ সালে আজমল সুপার ৪০-এর ২২ জন, ২০২০ সালে ৮২ জন, ২০২১ সালে ১৫০ জন, ২০২২ সালে ২৪০ জন এবং ২০২৩ সালে ৩৫০ জনের অধিক শিক্ষার্থী নিটে স্থান লাভ করতে সক্ষম হয়। আজমল সুপার ৪০-এর দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ তথা শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফলে ২০২৪   সালে ৪৫০ জনের অধিক শিক্ষার্থী নীট এবং জেইই তে পারদর্শিতা প্রদর্শন করতে সক্ষম হয়। যেটা আজমল সুপার ৪০-এর কারণে এক বিশাল গৌরবের বিষয়।

আজমল সুপার ৪০-র ৪৫০ জনের অধিক শিক্ষার্থীকে সংবর্ধনা হোজাইয়ে

আজমল সুপার ৪০-র  অভূতপূর্ব সফলতার জন্য উৎফুল্লিত হয়ে পড়েছেন আজমল গ্রুপ অফ কোম্পানির সিও আমির উদ্দিন আজমল, আজমল ফাউন্ডেশনের মূখ্য ন্যাসরক্ষী মওলানা বদরুদ্দিন আজমল, সিরাজুদ্দিন আজমল ছাড়াও সমস্ত আজমল পরিবার। উনারা এরজন্য আজমল ফাউন্ডেশন এবং আজমল সুপার ৪০-র সাথে জড়িত সকলো ব্যক্তিজনের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে আজমল ফাউন্ডেশনের ডাইরেক্টর ড° খসরুল ইসলাম এবং আজমল সুপার ৪০ এর প্রজেক্ট হেড আব্দুল কাদিরের নেতৃত্বের প্রতি ভূয়সী প্রশংসা করে বলেন যে, এই দু’জন কর্মদক্ষ ব্যক্তির বিশেষ তৎপরতায় আজ আসাম সহ সমগ্র ভারতবর্ষে আজমল সুপার ৪০ সুপরিচিতি লাভের পাশাপাশি এক অভাবনীয় সুনাম অর্জনে সক্ষম হয়েছে। গতকাল মরিয়ম আজমল উইমেন্স কলেজে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে  আজমল সুপার ৪০ এর কৃতি ছাত্রছাত্রীদের জাপি, ফুলযুক্ত গামোছা এবং শরাই দিয়ে সংবর্ধিত করা হয়। একই সাথে আজমল আইএএস একাডেমি এবং আজমল ল’ কলেজের কৃতি ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা প্রদান করা হয়।

Author

Spread the News