জলন্ত সমস্যা নিয়ে জেলা আয়ুক্তের দ্বারস্থ ত্রিপুরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন
এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : হাইলাকান্দি জেলার অবহেলিত এক বিস্তৃর্ণ জনপদ বরুণছড়া ও নুনাই এফভি। যেখানে আজও পর্যন্ত নেই পর্যাপ্ত রাস্তা, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা সহ উন্নত মানের শিক্ষা ব্যবস্থা। শিক্ষা, স্বাস্থ্য এবং পানীয় জলের সুবিধা পাওয়া যেখানে মানুষের মৌলিক অধিকার সেখানে এই দেশে “আজাদি কা অমৃত মহোৎসব” পালন হয়ে গেলেও আজও পর্যন্ত তাদের ভাগ্যে এসব সুবিধা শিকে ছিড়েনি। কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের ধলছড়া-বিলাইপুর জিপির নুনাই ফরেস্ট এবং বরুণছড়া গ্রামে কয়েকশো পরিবার উপজাতি সম্প্রদায়ের মানুষের বসবাস থাকলেও এদের নেই কোন সুযোগ সুবিধা। তাদের নুন্যতম সুযোগ সুবিধাগুলি পূরণ করে দিতে কয়েকটি গুচ্ছ দাবি নিয়ে ত্রিপুরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন,আসাম সোমবার হাইলাকান্দি জেলা আয়ুক্ত নিসর্গ হিভারের কাছে এক স্বারকপত্র প্রেরণ করে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিনোদ ত্রিপুরার প্রেরিত স্বারকপত্রের বর্ণনা অনুযায়ী এই এলাকার
নিম্ন প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে উন্নীতকরণ করা। নুনাই এফভি-তে বিদ্যমান নিম্ন প্রাথমিক বিদ্যালয় নুনাইছড়া এলপি স্কুল এবং বরুণছড়া কাটানালার কাটানালা ত্রিপুরা পুঞ্জি এলপি স্কুল একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত শিশুদের শিক্ষাগত চাহিদা পূরণ করে। তবে, আশেপাশে একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয় না থাকার কারণে, শিক্ষার্থীরা পরবর্তী শিক্ষা অর্জনের জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে বাধ্য হয়। যা শুধুমাত্র অনেককে তাদের পড়াশোনা চালিয়ে যেতে নিরুৎসাহিত করে না বরং পরিবারের উপর আর্থিক বোঝাও চাপিয়ে দেয়। তারা উপজাতি সম্প্রদায়ের শিশুদের জন্য শিক্ষার আরও ভাল সুবিধা প্রদানের দাবি জানান।
তারা বর্তমান স্কুলটিকে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে উন্নীত করতে জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন। নুনাই এফভির বাসিন্দারা বিশুদ্ধ পানীয়জলের তীব্র সংকটের সম্মুখীন। বিদ্যমান জল সরবরাহ ব্যবস্থা অপর্যাপ্ত এবং অবিশ্বস্ত, যার ফলে গ্রামবাসীদের মধ্যে ঘন ঘন জলের অভাব দেখা দেয়। তারা এসব গ্রামের পানীয় জল সরবরাহের পরিকাঠামো উন্নত করার জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান জেলা আয়ুক্তকে।
দেশে “আজাদি কা অমৃত মহোৎসব” পালন হয়ে গেলেও বরুণছড়ায় নেই উচ্চ প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানীয় জল !
নুনাই এফভি-তে নেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা সুবিধা। গ্রামবাসীদের চিকিৎসা সেবা পেতে দীর্ঘ পথ অতিক্রম করে জেলা সদরের হাসাপাতালগুলিতে পৌঁছতে হয়। বিশেষ করে জরুরী কালীন সময়ে রীতিমতো চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। নুনাই এফভি-তে একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করে জনসাধারণকে চিকিৎসা পরিষেবা প্রদানের আর্জি রাখেন। তারা আয়ুক্ত নিসর্গ হিভারের কাছে এসব সমস্যার সমাধান চেয়ে বিনীত অনুরোধ জানান।

ত্রিপুরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিনোদ ত্রিপুরা বলেন, স্কুলের আপগ্রেডেশন, জল সরবরাহ ব্যবস্থার উন্নতি, এবং একটি স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা নুনাই এফভির সার্বিক উন্নয়ন এবং এলাকার বাসিন্দাদের মঙ্গলে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে। তাদের এসব পরিপ্রেক্ষিতে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে আশ্বাস দিয়েছেন শীঘ্রই এলাকা পরিদর্শন করবেন বলে।