বড়দিন উপল‌ক্ষে পাথারকান্দিতে বাহারী সাজে সেজে উঠছে গীর্জা ও মহল্লাগুলো

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : রাত পোহালেই বড়দিন অর্থাৎ ক্রিসমাস। প্রভু যীশুর জন্মদিন উপল‌ক্ষে খ্রিস্ট ধর্মাল‌ম্বীদের ম‌ধ্যে ব্যাপক প্রস্তু‌তি চলছে। বাহারী সাজে সাজিয়ে উঠ‌ছে পাথারকা‌ন্দির অসম-মিজোরাম-ত্রিপুরা সীমান্তবর্তী গ্রামের বি‌ভিন্ন গীর্জা-মহল্লা সহ বাড়িঘর। চতুর দিকে সাজ সাজ বর। অন্যান্য বছ‌রের ন্যায় এবারও ২৫ ডি‌সেম্বর ক্রিসমাস তথা বড়‌দিন পালন উপল‌ক্ষে খ্রিস্ট ধর্মাল‌ম্বীদের ম‌ধ্যে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে উৎসব ও আন‌ন্দের মহা উচ্ছাস। উৎসবকে কেন্দ্র ক‌রে পাথারকা‌ন্দি কেন্দ্রের ছোট বড় প্রায় কু‌ড়ি‌টি গীর্জা সা‌জি‌য়ে তোলার কাজ শেষ।

ক্রিসমাস উপল‌ক্ষে এক‌দি‌কে যেমন চল‌ছে গীর্জা সাজা‌নোর কাজ অন্য‌দি‌কে চল‌ছে বাড়িতে বাড়িতে চল‌ছে পি‌ঠেপু‌লি সহ রকমা‌রি খাবা‌রের আয়োজন। বড়‌দিন উপল‌ক্ষে স্থা‌নীয় অন্যান্য ধর্মাল‌ম্বীরাও এ উৎস‌বে সা‌মিল হ‌য়ে উৎস‌বের আনন্দ দ্বিগুন ক‌রে তুলেন।এলাকার বেশীর ভাগ খ্রিস্টান জনগণ গ‌রিব হ‌লেও বড়‌দিন পাল‌নে তা‌দের আন‌ন্দে ভাঁ‌টির টান প‌ড়ে না।কারন এ উপল‌ক্ষে উক্ত সমা‌জের ধন কু‌বেররা দারজ হ‌স্তে গ‌রিব‌দের সাহা‌য্যের হাত বা‌ড়ি‌য়ে দেন।‌ বি‌ভিন্ন সামা‌জিক সংস্থাও বস্ত্রদান সহ অন্যান্য দান সমগ্রী গ‌রিব জনগ‌নের ম‌ধ্যে উপহার স্বরূপ তু‌লে দেয়। এ ম‌র্মে মাকুন্দা মিশনা‌রি লেপ্র‌সি কাম জেনা‌রেল হস‌পিট্যা‌লের এক মিশনা‌রি কর্তা জানান, বল‌তে খ্রিস্টান‌দের মূল উৎসবই হ‌চ্ছে বড়‌দিন। তাই এ উৎসব‌টি চু‌টি‌য়ে উপ‌ভোগ সহ পালন ক‌রেন সমা‌জের আবাল, বৃদ্ধ, ব‌নিতা।‌

বড়দিন উপল‌ক্ষে পাথারকান্দিতে বাহারী সাজে সেজে উঠছে গীর্জা ও মহল্লাগুলো

তি‌নি আরও জানান, উৎসব‌কে কেন্দ্র ক‌রে গত কয়‌দিন ধ‌রে পাথারকা‌ন্দি কেন্দ্রর মা‌নিকবন্ধ মাকুন্দা বাদশা‌টিলা ছব‌ড়ি ছা‌গোল‌মোয়া দশডেওয়া ছয়ডেওয়া ক‌ড়িখাঁই মাগুরা পিপলাপু‌ঞ্জি বা‌লি‌পিপলা মাগুরছড়া বৈঠাখাল চুরাইবাড়ি সহ অন্যান্য গীর্জাতে চল‌ছে সাজ সাজ রব। উৎসব মুখর প‌রি‌বেশ বিরাজ কর‌ছে সর্বত্র।সব গীর্জা গু‌লোই সা‌জি‌য়ে তোলা হ‌চ্ছে বাহা‌রি মুড়ক সহ রোশনাই আলোর ঝলকা‌নি‌তে। বড়‌দি‌নে এক‌দি‌কে যেমন গীর্জায় গীর্জায় সকাল থে‌কেই শুরু হ‌বে ধ‌র্মিও প্রার্থনা সহ নানা ধ‌র্মিয় আচার অনুষ্টানের। একক ভা‌বে ও পৃথক পৃথক ভা‌বেও অনু‌ষ্টিত হ‌বে প্রার্থনা।স‌ঙ্গে থাক‌বে সাংস্কৃ‌তিক অনুষ্ঠানও।‌ বি‌দে‌শের ন্যায় ভার‌তেও ধি‌রে ধি‌রে এ উৎস‌বকে সর্বাঙ্গ সুন্দর কর‌তে সং‌যোজন ঘট‌ছে শিশু‌দের ম‌ন ভূলা‌নোর জন্য শান্তাক্লোজ পর্বও।এই মহান উৎসবকে কেন্দ্র করে গত এক মাশ ধরে পাথারকান্দি কেন্দ্রের খ্রিস্টান বসতিপূর্ণ এলাকা মানিকবন্দ, বালিপিপলা, রাঙামাটি, বালিয়া টাংগিয়া মেদলি, পিপলাপুঞ্জি, জেকবনগর, মাগ্রয়াপুঞ্জি, খুলিছড়া, কটামণি, দশডাব্বা, ছয়ডাব্বা, সোলোডাব্বা, পাতিয়ালাপুঞ্জি, ছবড়ি, যুগিছড়া, বাজারিছড়া, রিজার্ভ পুঞ্জি, চন্দ্রপুর পুঞ্জি, শিবেরগুল, তরজাছড়া পুঞ্জি, কড়িখাই পুঞ্জি, ছাগোলমা পুঞ্জি, চুরাইবাড়িপুঞ্জি, সুনাতুলাপুঞ্জি বৈঠাখাল প্রবৃতি গির্জা সহ অন্যান্য গির্জাতে চলছে সাজসাজরব।

বড়দিন উপল‌ক্ষে পাথারকান্দিতে বাহারী সাজে সেজে উঠছে গীর্জা ও মহল্লাগুলো

রাতাবাড়ি কেন্দ্রের কাশিনাতপুরপঞ্জি ভুতুরপুল নিভিয়া ভিতর বালিয়া দামছড়া সহ কেন্দ্রের প্রতিটি গির্জায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বলতে গেলে সর্বত্র উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। সবাই ২৫ ডিসেম্বর সূর্য উদয়ের অপেক্ষায়। সব গির্জা গোলোই সাজিয়ে তোলা হচ্ছে। বাহারি মোড়ক সহ রোশনাই আলোর ঝলকানিতে। বড়দিনে একদিকে যেমন গির্জায় গির্জায় সকাল থেকে শুরু হয় ধর্মীয় প্রার্থনা সহ নানা আচার অনুষ্ঠানের।একই ভাবে পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হবে প্রার্থনা। সঙ্গে থাকবে দফায় দফায় মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান চলবে গভীর রাত পর্যন্ত। খাওয়া দাওয়ার সাথে থাকে একে অন্যের মধ্যে আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময় চলে।

বড়দিন উপল‌ক্ষে পাথারকান্দিতে বাহারী সাজে সেজে উঠছে গীর্জা ও মহল্লাগুলো

এদিকে, প্রতিবারের ন্যায় এবারও বড়‌দিন উপল‌ক্ষে পৃথক পৃথক বার্তায় নীজ কেন্দ্রের খ্রিস্ট ধর্মাল‌ম্বি‌দের শু‌ভেচ্ছা বার্তা জ্ঞাপন ক‌রে‌ছে মন্ত্রী কৃ‌ষ্ণেন্দু পাল।‌ক্রিসমাস উপল‌ক্ষে যাহা‌তে কোথাও কোনও অপ্রি‌তিকর ঘটনা না ঘ‌টে সে জন্য পাথারকা‌ন্দি থানার ও‌সি দীপক দাস ও বাজা‌রিছড়া থানার নবাগত ও‌সি নিলভজ্যোতি নাথ পু‌লিশ প্রশাসন‌কে সজাগ থাকার পাশাপা‌শি ভি‌ডি‌পি ক‌র্মি‌দেরও স‌ক্রিয় থাকার অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন।

Author

Spread the News