যানবাহন দুর্ঘটনায় এড়াতে কালার স্ট্রিপ লাগানোর আহ্বান প্রশাসনের
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : হাইলাকান্দি জেলায় দুর্ঘটনায় এড়াতে যানবাহনে রিফ্লেক্টিভ কালার স্ট্রিপ লাগাতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। সোমবার জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে হাইলাকান্দি বাইপাসের প্রবেশমুখ লক্ষীরবন্দে ছয়টি গাড়িতে রিফ্লেক্টিভ কালার স্ট্রিপ লাগিয়ে এই আবেদন জানান। পাশাপাশি জেলা আয়ুক্ত যানবাহন দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পথ সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে চালকদের মধ্যে প্রচারপত্র ও ব্যানার বিলি করেন।
উল্লেখ্য, দুর্ঘটনায় এড়াতে যানবাহনে ফগ লাইট, ইন্ডিকেটার এবং রিফ্লেক্টার থাকা বাধ্যতামূলক। রিফ্লেক্টিভ কালার স্ট্রিপ লাগানো এবং পথ সুরক্ষার প্রচার পত্র বিলির সময় এডিসি অমিত পারবোসা, ডিএসসি সুরজিৎ চৌধুরী, ডিটিও রূপমিলি টেরেঙপি সহ পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন।
এদিকে, শীতকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় দুর্বল দৃশ্য মানতার সময় কম গতিতে গাড়ি চালাতে। পরিবহন বিভাগ থেকে আবেদন জানানো হয়েছে। সর্বদা নিম্নবীমের হেডলাইট গুলি ব্যবহার করতে এবং হেডলাইট, টেললাইট ও উইন্ডশিল্ড ওইপারগুলি সঠিক কাজের অবস্থায় আছে কিনা তা নিশ্চিত করতে প্রচারপত্রে আবেদন জানানো হয়েছে। এছাড়া তীব্র গতি পরিহার করতে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করতে এবং চালক ও যাত্রীদের সিট বেল্ট ব্যবহার করার মতো সুরক্ষাবিধির কথা প্রচার পত্রে উল্লেখ করা হয়েছে।