সড়ক দুর্ঘটনায় অগ্নিকাণ্ড আর বিস্ফোরণের মৃত্যু ১০ জনের
২০ ডিসেম্বর : রাজস্থানের জয়পুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অগ্নিকাণ্ড আর বিস্ফোরণের জেরে ঝলসে মৃত্যু হয়েছে ১০ জনের বলে প্রশাসন সূত্রে খবর। ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার ভোর ৫.৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে জয়পুরের আজমেঢ় রোডে অবস্থিত একটি পেট্রোল পাম্পে।
জানা গিয়েছে, এদিন পেট্রোল পাম্পটির বাইরে একটি সিএনজি ট্যাঙ্কার দাঁড়িয়ে ছিল। সেই সময় একটি পণ্যবাহী ট্রাক সেখানে থাকা বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারলে বিস্ফোরন ঘটে ওই সিএনজি ট্যাঙ্কারটিতে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা পেট্রোল পাম্পে। আগুনের শিখা প্রায় কয়েক কিলোমিটার দুর থেকেও দেখা যাচ্ছিল বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে, পন্যবাহী ট্রাকটি যে গাড়িগুলিতে ধাক্কা মেরেছিল তাদের মধ্যে একটিতে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ ছিল, যার জেরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যেই ২০ টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে জয়পুরের জেলাশাসক জিতেন্দ্র সোনি।
সূত্রের খবর, দুর্ঘটনায় আহতদের জয়পুরের মান সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২০ টি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডে। মৃতের সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।