সাগরে দুর্ঘটনাগ্রস্ত লঞ্চ, মৃত্যু ১৩ জনের

১৯ ডিসেম্বর : আরব সাগরে দুর্ঘটনাগ্রস্ত হল একটি লঞ্চ।  মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা গুহায় যাওয়ার পথে ডুবতে শুরু করে লঞ্চটি।  দুর্ঘটনার পরই সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যাতে দেখা যায় দ্রুত গতিতে ছুটে আসা একটি স্পিড বোড লঞ্চটির গায়ে ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই বেসামাল হয়ে পড়ে লঞ্চটি। লঞ্চটিতে তখন ৮০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রতিদিনই পর্যটক ও স্থানীয়দের নিয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন এলাকা থেকে এলিফ্যান্টা গুহা পর্যন্ত লঞ্চ চলাচল করে।  এদিন লঞ্চটি দুর্ঘটনার কবলে পড়তেই স্থানীয় মাছ ধরার লঞ্চ, নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনী যাত্রীদের উদ্ধার করা শুরু করে। ফলে লঞ্চ ডোবার আগেই অধিকাংশ যাত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে আসা সম্ভব হয়।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ লিখেছেন, ‘এলিফ্যান্টাগামী নীলকমল নামে একটি লঞ্চে দুর্ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। সাহায্যের জন্য নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে অবিলম্বে নৌযান পাঠানো হয়েছে। আমরা জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছি। সৌভাগ্যক্রমে অনেককেই উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’

সাগরে দুর্ঘটনাগ্রস্ত লঞ্চ, মৃত্যু ১৩ জনের

Author

Spread the News