সোনাইয়ে ছয় কোটি টাকা ব্যয়ে রাস্তার শিলান্যাস বিধায়ক ও ডিসির
বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : পূর্ব সোনাইয়ে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে একটি রাস্তার শিলান্যাস করলেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ও কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব। মঙ্গলবার বিকেলে সুন্দরী এলাকার কেকে রোড থেকে ধনীপুর টার্নিং পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের জন্য ফলক উন্মোচন করেন বিধায়ক ও জেলা কমিশনার। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশাল এক সভা। সভায় বিধায়ক করিম উদ্দিন সোনাইর উন্নয়নমূলক কাজের জন্য জনগণের সহযোগিতা কামনা করেন।
এছাড়া বক্তব্য রাখেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। প্রকল্পের খতিয়ান তুলে ধরেন পূর্ত বিভাগের অ্যাসিস্টেন্ট একজিকিউটিভ ইঞ্জিনিয়ার শওকত আলি। স্থানীয় নাগরিক আহমদ আলি মজুমদারের পৌরহিত্যে জনসভায় সোনাইর বিধায়ক ও জেলা আয়ুক্তকে ফুলের তোড়া ও অশোকস্তম্ভ দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা।
এদিন ২০ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ মোহনপুর জিপির কার্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। এ উপলক্ষে জিপি অফিস প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সোনাইর উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। এতে উপস্থিত ছিলেন সোনাই উন্নয়ন খণ্ডের আধিকারিক মুকুল বসুমতারি, জমিদাতা এন কামবা সিংহ, সোনাই মন্ডল বিজেপি সভাপতি ভজন সেন, রামনগর মণ্ডল বিজেপি সভাপতি লায়ামবা সিংহ, সোনাই ইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, জুনুবাবু লস্কর, রিঙ্কু লস্কর, ইসকন্দর আলি, অপুকুমার দাস, নির্মলকান্তি দাস, মজিবুর রহমান সহ অন্যান্যরা।