সপ্তাহের ভেতরে পঞ্চায়েত এলাকায় কমিটি গঠন করবে কংগ্রেসের
বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি চূড়ান্ত কংগ্রেসের। মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন সভাপতি অভিজিৎ পাল। সভাপতি অভিজিৎ পাল বলেন, কিছু দিন আগে অসম প্রদেশ কংগ্রেস কমিটি ব্যবস্থাপনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী পঞ্চায়েত নির্বাচন ও কর্পোরেশন নির্বাচনে দলকে কিভাবে শক্তিশালী করা যায় এবং বিজেপি সরকারের সিন্ডিকেটরাজকে দমন করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অভিজিৎ পাল বলেন, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এক সপ্তাহের ভেতরে পঞ্চায়েত এলাকায় কমিটি গঠন করা হবে।
এদিকে, বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর বলেন, বিজেপি সরকারের সিন্ডিকেটের কারণে স্থানীয় সুপারি ব্যবসায়ীদের মাথা হাত। সুপারি বিক্রি করতে প্রথমে সুপারি ব্যবসায়ীদের সিন্ডিকেটরাজকে টাকা দিতে হয় সেটা বন্ধ করার সাহস নেই বিজেপি সরকারের। এ দিন সাংবাদিক সম্মেলনে ছিলেন সূর্যকান্ত সরকার, সুজন দত্ত সহ অন্যান্যরা।