পরপারে পাড়ি দিলেন ওস্তাদ জাকির হুসেন
১৫ ডিসেম্বর : চলে গেলেন বিশ্ববরেণ্য তবলা বাদক ওস্তাদ জাকির হুসেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি হন এই শিল্পী। তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। সেখানেই রবিবার তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
তারঁ বন্ধু রাকেশ চৌরাসিয়া একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বহুদিন ধরেই হৃদযন্ত্রে সমস্যায় ভুগছিলেন জাকির। ম্যানেজার নির্মলা বাচানি জানান, উচ্চরক্তচাপের সমস্যাও ছিল। গত দুই সপ্তাহ ধরেই অসুস্থ ছিলেন জাকির। রবিবার তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তী।
মুম্বইয়ে ১৯৫১ সালে জন্ম ওস্তাদ জাকির হুসেনের। তিনি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ তথা প্রাক্তন অভিনেতা উস্তাদ আল্লা রাখার পুত্র। মাত্র তিন বছর বয়স থেকে তবলা বাজানো শুরু তাঁর। সাত বছর বয়সে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন। জাকিরের ঝুলিতে রয়েছে ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মান। ২০২৪ সালে জাকির হুসেনের হাত ধরেই ‘বেস্ট গ্লোবাল মিউজ়িক অ্যালবাম’ হিসাবে গ্র্যামি অ্যাওয়ার্ড পায় রতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র উস্তাদ জাকির হুসেন। বিদেশের বহু সম্মানে ভূষিত তিনি।