চুরাইবাড়িতে ভয়ঙ্কর দুর্ঘটনা, লরির ধাক্কায় হত পুলিশ কনস্টেবল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : অসম-ত্রিপুরার সীমান্ত এলাকায় চুরাইবাড়িতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো। লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক পুলিশ কনস্টেবল। শনিবার এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। তল্লাশি চলাকালীন দুর্ঘটনাটি ঘটেছে। লরির ধাক্কায় মৃত্যু হওয়া কনস্টেবলের নাম  উজ্জ্বল বরা বলে জানা যায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া লরির পিছু ধাওয়া করে পুলিশ আটক করেছে। সেসময় রাতাবাড়ি থানার ওসির গাড়িতেও লরি ধাক্কা মারে। দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন ওসি বিমল ছেত্রী। ল‌রি‌টি পালানোর সম‌য় দুল্লভছড়া-নি‌ভিয়ার ফানাইরবন্দ এলাকায় পৌ‌ছে পু‌লি‌শের গা‌ড়ি‌তে ধাক্কা দি‌য়ে পা‌শের জ‌মি‌তে গ‌ড়ি‌য়ে প‌ড়ে। এ‌তে চালক পা‌লি‌য়ে যায়। পু‌লি‌শের গা‌ড়িটিও দুর্ঘটনার কব‌লে প‌ড়ে। প‌রে এস্ক‌েকে‌ভেটর লা‌গি‌য়ে দু‌’টি গা‌ড়ি‌কে তোলা হয়।

চুরাইবাড়িতে ভয়ঙ্কর দুর্ঘটনা, লরির ধাক্কায় হত পুলিশ কনস্টেবল

টিআর ০১ এইউ ১৬৭২ নম্বরের ঘাতক লরিটি মাদক বহন করছে বলে সন্দেহ করা হচ্ছে।

চুরাইবাড়িতে ভয়ঙ্কর দুর্ঘটনা, লরির ধাক্কায় হত পুলিশ কনস্টেবল

Author

Spread the News