সর্বভারতীয় কোরান পাঠ প্রতিযোগিতায় প্রথম কাটিগড়ার শিশু আরিফুজ্জামান

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : সর্বভারতীয় কোরান পাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করল কাটিগড়ার এক শিশু। এতে অসম সহ বরাক উপত্যকার নাম উজ্জ্বল করল ১৩ বছরের শিশু হাফিজ আরিফুজ্জামান লস্কর। গত ৮ ডিসেম্বর পশ্চিমবঙ্গের তাশিনুল কোরান ফাউন্ডেশনের আয়োজিত কলকাতায় সর্বভারতীয় হিফজুল কোরান প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযেগীরা অংশ নেন। একইভাবে কাছাড়ের কাটিগড়া গনিরগ্রাম রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আরিফুজ্জামান লস্কর অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করতে সক্ষম হন। তার হাতে পঞ্চাশ হাজার টাকার চেকের রেপ্লিকা ও শংসাপত্র তুলে দেওয়া হয়।

শালচাপড়া গাগরাপারের বাসিন্দা জয়নাল আবেদিন লস্করের পুত্র আরিফুজ্জামানের এই সাফল্যে আত্মীয়স্বজন ও পরিচিত মহল সবাই খুশি। বিশেষ করে মাদ্রাসার শিক্ষক শামিম আহমদ বড়ভূইয়া সহ মাদ্রাসা কর্তৃপক্ষ আনন্দিত। আরিফুজ্জামান দশ মাসে কোরান কণ্ঠস্থ করেন।

সর্বভারতীয় কোরান পাঠ প্রতিযোগিতায় প্রথম কাটিগড়ার শিশু আরিফুজ্জামান

বুধবার বাড়ি ফিরলে তাঁকে বদরপুর রেলস্টেশনে উষ্ণ অভিনন্দন জানিয়েছে মাদ্রাসায় নিয়ে আসা হয়। সেখানে তাকে সংবর্ধনা জানানো হয়। 

সর্বভারতীয় কোরান পাঠ প্রতিযোগিতায় প্রথম কাটিগড়ার শিশু আরিফুজ্জামান

Author

Spread the News