বরাকে পা রাখতেই উষ্ণ সংবর্ধনায় ভাসলেন কৌশিক ও কৃষ্ণেন্দু

এস চক্রবর্তী ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : মন্ত্রী হয়ে প্রথমবার বরাকে পা রাখতেই উষ্ণ সংবর্ধনায় ভাসলেন কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। বৃহস্পতিবার সাতসকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছলে দলীয় কর্মকর্তারা দু’জনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই নবাগত মন্ত্রী বলেন, বরাকের উন্নয়নই তাঁদের লক্ষ্য। এও বলেন, বরাকের প্রতি মুখ্যমন্ত্রীর সবসময়ই সরব রয়েছেন। বরাকবাসীর প্রতি মুখ্যমন্ত্রীর ভালবাসার দরুনই দু’জনেই মন্ত্রিত্ব লাভ করেছেন।

এ দিন বরাকের বিজেপির নেতা ও কর্মীরা বিমানবন্দরে পৌঁছে দুই মন্ত্রীকে স্বাগত জানান। সেখান থেকে বিশাল র‍্যালি করে দু’জনকে নিয়ে শ্রীভূমি ও শিলচরের উদ্দেশ্যে রওয়ানা হন। শিলচরে জেলা বিজেপি কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান শেষে মন্ত্রী কৌশিক রায় লক্ষীপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। একইভাবে শ্রীভূমি জেলা বিজেপি ও পাথারকান্দি মণ্ডল বিজেপি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নিয়ে বিশাল র‍্যালি বের করবে পাথারকান্দি মণ্ডল বিজেপি।

বরাকে পা রাখতেই উষ্ণ সংবর্ধনায় ভাসলেন কৌশিক ও কৃষ্ণেন্দু

Author

Spread the News