হাইলাকান্দিতে পঞ্চায়েত খসড়া ভোটার তালিকা প্রকাশ
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : হাইলাকান্দি জেলায় ২০২৫ সালের পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে প্রশাসনের উদ্যোগে আয়োজিত সব রাজনৈতিক দলের কর্মকর্তাদের এক সভায় এই খসড়া তালিকা প্রকাশ করা হয়। এতে জেলা পরিষদের আটটি আসনের ফটো ছাড়া খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। জেলা পরিষদের সিইও রণজীৎ কুমার লস্কর প্রকাশিত খসড়া তালিকা সম্পর্কে বিশদ তথ্য তুলে ধরে জানান, নাম অন্তর্ভুক্তির দাবি আপত্তি ইত্যাদি ১৪ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দাখিল করা যাবে। দাবি ও আপত্তি ২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা আগামী ২৮ ডিসেম্বর প্রকাশ করা হবে। প্রকাশিত তালিকা জেলার আয়ুক্তের কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় সহ সংশ্লিষ্ট উন্নয়ন খণ্ড কার্যালয় এবং সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পাওয়া যাবে। এছাড়া ওয়েবসাইট https:/ /sec.assam.gov.in/
https:://ermssec.assam.gov in/
https://hailakandi.assam.gov.in/latest-এ-ও খসড়া তালিকা দেখা যাবে।
সিইও রণজিৎকুমার লস্কর আরো জানান যে, দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ যথাসময়ে নিয়ম মেনে সম্পন্ন করা হবে। অতিরিক্ত আয়ুক্ত রক্তিম বড়ুয়ার উপস্থিতিতে ইলেকশন অফিসার কিষান চরাই ত্রিপুরা জানান, পঞ্চায়েত ভোটারের ওয়ার্ড পরিবর্তন করা যাবে না। তবে একই পরিবারের যদি কোন একজন সদস্য দলছুট হন তবে সে ক্ষেত্রে বিবেচনা করা হতে পারে। উল্লেখ্য, জেলার যে ৮টি জেলা পরিষদ আসন চক্রের ভোটার তালিকা প্রকাশ করা হয়, সেগুলি হল কাটলিছড়া- বাগছড়া, বরুণছড়া-ধলছড়া, উমেদনগর-রাজ্যেশ্বরপুর, কালিনগর-পাইকান, জামিরা- সাহাবাদ, রামচণ্ডী- নিমাইচান্দপুর, নারাইনপুর- বন্দুকমারা আলগাপুর-কাঞ্চনপুর জেলা পরিষদ আসন। খসড়া তালিকার দাবি আপত্তি ইত্যাদির জন্য ডেজিগনেটেড ইলেকটেরিয়াল রেজিস্ট্রেশন অফিসারদের নাম সভায় জানিয়ে দেওয়া হয়। কাটলিছড়া-বাগছড়া জেলা পরিষদ চক্রে কাটলিছড়ার বিডিও রোজি এল সিংসং ইলেকট্ররেল রেজিস্ট্রেশন অফিসার হিসাবে কাজ করবেন। বরুনছড়া-ধলছড়ায় লালার সার্কল অফিসার ভাস্কর্জ্যোতি তালুকদার, উমেদনগর-রাজ্যেশ্বরপুরে লালা ব্লকের এইই বিজয় দে, কালীনগর-পাইকানে আলগাপুরের বিডিও বিভাস বরা, জামিরা-সাহাবাদে দক্ষিণ হাইলাকান্দি ব্লকের বিডিও নবদ্বীপ কলিতা, রামচণ্ডী নিমাই চাঁদপুরে কাটলিছড়ার সার্কেল অফিসার মৃগাঙ্কি দাস, নারাইনপুর-বন্দুকমারায় হাইলাকান্দি ব্লকের এই জিয়ায়ুল হক চৌধুরী এবং আলগাপুর-কাঞ্চনপুর জেলা পরিষদ চক্রে আলগাপুরের সার্কল অফিসার জানগির রংপারপি ইলেক্ট্ররেল রেজিস্ট্রেশন অফিসার হিসাবে কাজ করবেন।