শিলচরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন নাগরিক সংসদের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : দেশে দেশে বিভিন্ন ভাবে মানবাধিকার লংঘনের বিষয়টি ক্রমাগত ভয়াবহ আকার ধারণ করে চলেছে। সংবিধানে মানবাধিকারের যে সংস্থান রয়েছে, বহু ক্ষেত্রেই তা ভূলুন্ঠিত। বাংলাদেশে তা ভয়ংকর রূপ নিয়েছে। যেন অসভ্য, বর্বর যুগ আবার ফিরে এসেছে। মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনাসভায় এই কথাগুলো উঠে আসে। আলোচনার বিষয় ছিল “বৈষম্য দূর করে চাই সকলের জন্য সমতা, নিশ্চিত হোক মানবাধিকারের অগ্রগতি।” আলোচনায় উঠে আসে মণিপুর রাজ্যের নিধনযজ্ঞের কথাও, যেখানে মানবাধিকারের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে রাজ্যে যে ভাবে অভিন্ন নাগরিক অধিকার খর্ব করে রাখা হয়েছে, তাতে সমতার বিষয়টি গভীর প্রশ্নচিহ্নের মুখে।

এ দিনের আলোচনার বিবরণী রাষ্ট্রসঙ্ঘেও প্রেরণ করা হচ্ছে। বিশেষত , বাংলাদেশে দ্রুত রাষ্ট্রসঙ্ঘের কার্যকর পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে। আলোচনাসভায় বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে, সারা অসম বাঙালি পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি হেমাঙ্গশেখর দাস, জেলা সভাপতি দেবজ্যোতি দেব, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, জয়রাধে সেবা সমিতি-র সভাপতি জয়দীপ চক্রবর্তী, সাংবাদিক মকসুদুল চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ।

শিলচরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন নাগরিক সংসদের
Spread the News
error: Content is protected !!