টাউন ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক উৎসব ২৭শে
বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : শিলচর টাউন ক্লাবের ৭১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে চারদিনব্যপী। পলু বিশ্বাস স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতা টাউন ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হবে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় পাঁচটি বিভাগ থাকবে। বিভাগ- ‘ক’ নার্সারী থেকে কেজি -২, বিভাগ ‘খ’ ১ম শ্রেণী থেকে ৩য় শ্রেণী, ‘গ’বিভাগ হচ্ছে ৪র্থ শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী, ‘ঘ’ হল ৭ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত এবং বিভাগ ‘ঙ’ ১০ম শ্রেণী থেকে উর্দ্ধে। প্রতিযোগীরা ৫০ টাকা ফি দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
২৭ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২টা থেকে যে কোন কবির লিখা আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগী যে কবিতা আবৃত্তি করবেন তার জেরক্স কপি আগে বিচারককে প্রদান করতে হবে।
২৮ ডিসেম্বর শনিবার সকাল ১১টা থেকে রবীন্দ্র, নজরুল ও লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ‘ক’ এবং ‘খ’ বিভাগের। রবিবার সকাল ১১টা থেকে রবীন্দ্র, নজরুল ও লোকনৃত্য প্রতিযোগিতা ‘গ’, ‘ঘ’ ও ‘ঙ’ বিভাগের অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ১১টা থেকে রবীন্দ্র, নজরুল ও লোকসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হবে পাঁচটি বিভাগের। প্রতিযোগিতা অংশ গ্রহণ করে সাংস্কৃতিক উৎসবকে সফল করে তোলার আহ্বান জানান টাউন ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক পরিতোষ চক্রবর্তী।