সিরিয়ার ভূমি ইজরায়েল দখলে নিন্দা কাতার, ইরাক ও সৌদির
১০ ডিসেম্বর : অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূমি ইজরায়েল দখল করার তীব্র নিন্দা করেছ কাতার, ইরাক ও সৌদি আরব। সিরিয়াজুড়ে ইজরায়েলের বিমান হামলা অব্যাহত থাকার মধ্যেই ইজরায়েলি সামরিক বাহিনী ‘বিপদজ্জনকভাবে’ সিরিয়ার ভূমি দখল করে যাচ্ছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, দোহা মনে করে ইজরায়েলি অনুপ্রবেশ ‘একটি বিপদজ্জনক ঘটনা এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও ঐক্যের ওপর নির্লজ্জ আক্রমণ এবং সেইসাথে আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন।’
কাতার আরও জানায়, ইজরায়েলের সিরিয়ার ভূমি দখল এই অঞ্চলকে আরো সহিংসতা ও উত্তেজনার দিকে ঠেলে দেবে।
গত রবিবার বাশার আল-আসাদ সরকারের পতনের পরই সিরিয়ার ওপর হামলা শুরু করে ইজরায়েল। সৌদি আরবও সোমবার ইজরায়েলি পদক্ষেপের তীব্র সমালোচনা করে। তারা জানায়, ইজরায়েল অব্যাহতভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে, সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভূখণ্ডগত অখণ্ডতা পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনাকে নস্যাৎ করে দিচ্ছে।
খবর : দৈনিক ইনক্লাব ডিজিটাল।