আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে নাগরিক সংসদের আলোচনা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : ভারতের মতো গণতান্ত্রিক দেশে প্রধান শত্রু হলো দুর্নীতি। রাজনৈতিকজগত থেকে শুরু করে ব্যবসা, শিল্প প্রতিষ্ঠান, সরকারি প্রশাসনযন্ত্র বা পরিকাঠামো শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ক্রীড়া, সাংস্কৃতিক পরিমণ্ডলে দুর্নীতি যে ভাবে থাবা বসিয়েছে, তা গভীর উদ্বেগের বিষয়। সোমবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে শিলচর প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন বক্তারা।আলোচনার বিষয় ছিল “দুর্নীতির পরম্পরা, যুবসমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ” রাষ্ট্রসঙ্ঘে দুর্নীতির বিরুদ্ধে কনভেনশনের সিদ্ধান্ত অনুযায়ী এই আলোচনাসভায় ‘অ্যাসেট রিকভারি’ অর্থাৎ সম্পদ পুনরুদ্ধারে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়।

বরাক উপত্যকা তথা সারা দেশে দুর্নীতি সমূলে উৎপাটিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। অধ্যাপক সুব্রত দেবের সভাপতিত্ব  আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সারা অসম বাঙালি পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি হেমাঙ্গশেখর দাস, কাছাড় জেলা সভাপতি দেবজ্যোতি দেব, শিলচর প্রেস ক্লাব সহ-সভাপতি রিতেন ভট্টাচার্য প্রমুখ।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে নাগরিক সংসদের আলোচনা

Author

Spread the News