কালীমায়ের প্রতিমার তিনশো বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শ্রীভূমিতে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : শ্রীভূমি তথা করিমগঞ্জ টাউন কালীবাড়িতে শ্রীশ্রী কালীমায়ের প্রতিমার তিনশো বছর পূর্তি উৎসবের তৃতীয় পর্যায়ের।রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মসভা, স্মরণিকা উন্মোচন, সঙ্গীতানুষ্ঠান সহ থাকবে বিভিন্ন কার্যসূচি।

শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। সকাল সাতটায় টাউন কালীবাড়ি থেকে শোভাযাত্রা বের হয়ে মেইন রোড, রামকৃষ্ণ মিশন রোড, হাসপাতাল রোড, সুভাষনগর হয়ে পেট্রোল পাম্প পয়েন্ট পর্যন্ত ছুটে আসে। সেখান থেকে স্টেশন রোড, ব্রিজ রোড, মেইন রোড হয়ে টাউন কালীবাড়ির সামনে এসে সমাপ্তি ঘটে। এই শোভাযাত্রা শহরের বিভিন্ন মঠ মন্দিরের কর্মকর্তা সহ বিশিষ্টজনেরা ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সামিল হন।

কালীমায়ের প্রতিমার তিনশো বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শ্রীভূমিতে
Spread the News
error: Content is protected !!