বরাকবঙ্গের ডিপ্লোমা পাঠ্যক্রমের অষ্টম শিক্ষাবর্ষের উদ্বোধন
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন পরিচালিত দূর শিক্ষাকেন্দ্রের এক বছরের বাংলা ডিপ্লোমা পাঠ্যক্রমের অষ্টম শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার। শিলচর বঙ্গভবন প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে দূরশিক্ষা কেন্দ্রের আচার্য বিভাসরঞ্জন চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে নবীন পড়ুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য, গল্পকার মিথিলেশ ভট্টাচার্য, রাধামাধব কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস রায় প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ড. দেবাশিস ভট্টাচার্য বলেন, আমাদের শিক্ষানীতি যদি যথাযত হত তাহলে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কিংবা অসম সাহিত্য সভা পৃথকভাবে ভাষা শিক্ষার কোর্স চালু করার প্রয়োজনীয়তা ছিলনা। তিনি আরও বলেন, নব্বইয়ের দশকে বরাক উপত্যকায় দু’তিনটি ইংরেজি মাধ্যমের স্কুল শুরু হয়ে স্বপ্ন ফেরি করার ফলে মাতৃভাষার প্রতি অনীহা বাড়তে শুরু হয়। তাঁর মতে ইংরেজি মাধ্যমের স্কুল যত বাড়ছে ততই আরবান রুরাল পার্থক্য বাড়ছে। সম্মানিত অতিথি গল্পকার মিথিলেশ ভট্টাচার্য নবীন পড়ুয়াদের উদ্দেশে বলেন,শুধু ডিগ্রি লাভের জন্য ভাষা শিক্ষা নয় সমাজকে সেই ভাষায় কিছু দেবার লক্ষ্য নিয়ে পড়তে হবে।সমাজকে কিছু দিতে না পারলে ভাষা শিক্ষার কোন প্রয়োজনীয়তা নেই। রাধামাধব কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস রায় বরাক বঙ্গের ভাষা শিক্ষা পাঠ্যক্রম চালু করার প্রয়োজনীয়তা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিসিবিএল এর আচার্য বিভাসরঞ্জন চৌধুরী বলেন, বরাক বঙ্গের ডিপ্লোমা কোর্স একটি সুচিন্তিত এবং জাতীয় মানের। শিক্ষার্থীরা ভর্তি হাজিরা দিলেই সার্টিফিকেট পাওয়া যায়না। শিক্ষার্থীরা নিজেরা সচেষ্ট হলে পাঠ্যক্রম সফল হবে। বরাকবঙ্গের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত বলেন, ১৯৭৭ সালে উপত্যকার বিশিষ্টজনের সম্মিলিত প্রয়াসে সংগঠনের জন্ম হয়। জন্মলগ্ন থেকে সংগঠন নানা শাখায় কাজ করছে। এরই একটি প্রয়াস হল দূর শিক্ষার বাংলা ডিপ্লোমা কোর্স। তিনি জানান, সংগঠন আরও কয়েকটি বৃত্তিমূলক কোর্স চালু করার চিন্তাভাবনা করছে।
দূরশিক্ষা আধিকারিক সঞ্জীব দেবলস্কর বলেন, শুধু বাংলাভাষী নয় সকল মাতৃভাষা বিমুখদের মাতৃভাষার প্রতি আগ্রহ বাড়াতে বরাক বঙ্গ ডিপ্লোমা কোর্স চালু করেছে। তিনি আরও এখান থেকে ডিগ্রি অনেকেই কর্মসংস্থানের পাশাপাশি বাংলায় লেখালেখি শুরু করেছেন। এটাই বরাকবঙ্গের সাফল্য। প্রাক্তন আচার্য দিলীপকুমার দে বলেন, ইংরেজি ভাষা জানা যেমন প্রয়োজন তেমনি মাতৃভাষাও জানতে হবে। পড়ুয়াদের পাশাপাশি প্রতিবেশীর ভাষাও জানার চেষ্টা করতে হবে। তারমতে সাবলীলভাবে ভাষা না জানলে ভাষা শিক্ষার কোন অর্থ হয়না।
এদিন দূরশিক্ষার অ্যাকাডেমিক ক্যালেন্ডার আনুষ্ঠানিক প্রকাশ করেন দিলীপ দে।অনুষ্ঠানের শুরুতে স্বগত বক্তব্য রাখেন ড.জয়ন্ত দেবরায় এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক কবির হোসেন।উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিধায়ক ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কাছাড় জেলা সমিতির সম্পাদক উত্তমকুমার সাহা।