ডিজায়ার ফর লাইফ সংস্থার পরিচয় দিয়ে অর্থ আদায়, কড়া হুঁশিয়ারি
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : ডিজায়ার ফর লাইফ সংস্থার নাম করে অর্থ আদায় করতে শুনা যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন সংস্থার জাতীয় কমিটির মহিলা সভানেত্রী গীতা পাণ্ডে। রবিবার শিলচর পঞ্চায়েত রোডে থাকা ডিজায়ার ফর লাইফ সংস্থার উপত্যকার সদর কার্যালয়ে প্রত্যেক স্তরের সদস্য ও সদস্যাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় কমিটির মহিলা সভানেত্রী গীতা পাণ্ডে বলেন, বিগত দিনে তাদের চিহ্নিত করা হয়েছে। তিনি আরও বলেন, সুদীর্ঘ বছর থেকে তাঁদের সংস্থার কর্মকর্তারা বিভিন্ন সময় এই অঞ্চলের সাধারণ মানুষের সাহায্য করে থাকেন যেমন, কাউকে আইনি ভাবে, কাউকে অর্থ দিয়ে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে, কিন্তু কিছুদিন যাবৎ কিছু সংখ্যক অসাধু ব্যক্তিরা সংস্থার কাপড় ও বেইজ পরে বেআইনিভাবে গ্ৰামের সাধারণ মানুষদের পারিবারিক সমস্যা মিটিয়ে দেওয়ার অর্থ আদায় করতে শুনা যায়। যদি কেউ এইভাবে ঐতিহ্যবাহী সর্বভারতীব্যাপী সামাজিক সেবামূলক কাজে যুক্ত ডিজায়ার ফর লাইফ সংস্থার নাম বিক্রি করে অর্থ আদায় করে তাদের বিরুদ্ধে আগামী দিনে আইনী ব্যবস্থা নেওয়া হবে জানান।
সংস্থার কাছাড় জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ চৌধুরী সংস্থার সম্পূর্ণ বিবরণ তুলে ধরে বলেন, কেউ যদি এই সংস্থার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে সরাসরি ৬০০২২৪১২৪৪, ৮০৯৯২৬৩৫৮৫ ও ৭৬৩৬০৫৭৪০৭ নম্বর গুলোতে সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য মহিলা সাধারণ সম্পাদক গীতা চন্দ, ধলাই শাখার মহিলা সভানেত্রী সীতা মিশ্র ও যুব শাখার সভাপতি বাপন চক্রবর্তী, কাছাড় জেলার মহিলা সভানেত্রী সন্ধ্যা নাথ এবং কার্যকরী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন টুকু খান, সোনা তাঁতি, আয়েশা খান, অনিতা অধিকারী, সুস্মিতা সাহানি, পূর্ণিমা রবিদাস, সমীর লস্কর, আলি লস্কর, রিংকি রী, আলপনা শর্মা, অনিতা দাস, সুমিত্রা শর্মা, নমিতা দাস প্রমুখ।